ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র একাডেমিক কাউন্সিলের ২৭ তম সভা অনুষ্ঠিত

27th Academic Council Meeting of DIU
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৭ তম সভা গত ফেব্রুয়ারি ১৬, ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম সেমিনার কক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের বিশেষ আমন্ত্রনে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ট্রেজারার মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ইসমাইল জবিউল্লাহ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন অনুষদের ডীনগণ তাদের নিজ নিজ অনুষদের পাঠ্যক্রম উন্নয়ন ও আধূনিকায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি অন্তভ’ক্তির জন্য প্রস্তাব পেশ করেন। একাডেমিক কাউন্সিল বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সেগুলো গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক ২০২০ সালের বিভিন্ন পোগ্রামের ডিগ্রিী অনুমোদনের প্রস্তাব করলে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজিষ্টার প্রফেসর প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পিএইচডি সভায় আনুষঙ্গিক তথ্যসমূহ সরবরাহ করেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitসভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম মফিজুর রহমান, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইইবি)’র প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কবির আহমেদ ভূইয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড, মোস্তফা কামাল, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ডঃ এম সামছুল আলম, এলাইড হেলথ সাইন্সেস অনুষদের ডীন প্রফেসর ডঃ আহমদ ইসমাইল মোস্তফা, বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, ট্রাষ্টি বোর্ডের সদস্য ও পরিচালক (প্রশাসন) ড. মোহাম্মদ ইমরান হোসেন, বিভাগীয় প্রধানগণ, ইন্সটিটিউট প্রধানগণ, বোর্ড অব ট্রাস্ট্রিজ এর প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
More detail about
Daffodil International University
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: