চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর শুভ উদ্বোধন
Int'l Online Film & Media Conference
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও কানাডার বিসিআই মিডিয়ার উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর ফিল্ম অ্যান্ড ডিজিটাল মিডিয়া’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক অনলাইন সম্মেলন উদ্বোধন হয়েছে।বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারী, ২০২১) রাত ৮ টায় এ সম্মেলন উদ্বোধনের পর ঘণ্টা দুয়েক ধরে আলোচনা হয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে।
বিসিআই মিডিয়া কানাডার সভাপতি আনাস্তাসিও চ্যাটজিওফোনস, গ্র্যামি আওয়ার্ডের জুরি বোর্ড সদস্য লন্ডন মিউজিক পারফরম্যান্স একাডেমির পরিচালক স্টেফানিয়া পাসামন্টে, ফিল্ম ডিরেক্টর লেখক ও অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস এবং বিসিআই মিডিয়া কানাডার সাংবাদিক ও কবি লেনা কায়রোপোওলিস উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা মিডিয়া এবং নেটওয়ার্কিং, মিউজিক, থিয়েটার থেকে চলচিত্র, গোয়েন্দা কাহিনীসহ বিভিন্ন বিষয়ের ওপর খোলামেলা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে স্টেফানিয়া পাসামন্টের পিয়ানোর সুরের সঙ্গে তাল মিলিয়ে কবিতা শোনান আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস।
স্তেফানিয়া পাসামোন্টে জানান, লন্ডন থেকে তিনি ইন্টারন্যাশনাল মিউজিক কনসার্ট শুরু করতে যাচ্ছেন, যেখানে বিশ্বব্যাপী একবিংশ শতকের ক্লাসিক্যাল মিউজিকের আদান-প্রদান হবে। সেখানে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা কোনো শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমের ক্লাসিক্যাল সংগীতের শিক্ষা নিতে পারবে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগও রয়েছে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitঅনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধনী বক্তা ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পি.ইঞ্জ। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস এবং গ্রিসের কবি ও সাংবাদিক মিসেস লেনা কাইরোপ্লোস।
জুম প্লাটফর্মের মাধ্যমে যে কেউ এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠান হবে যথাক্রমে ২৪ ও ২৫ ফ্রেব্রুয়ারি।
জুম আইডি :
আইডি : 669 7678 3394
পাসওয়ার্ড: 778899
২৪ ও ২৫ ফেব্রুয়ারি
সময় : রাত ৮: ০০ (বাংলাদেশ সময়)
এ ছাড়া এই সম্মেলন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/cubbd সরাসরি সম্প্রচার হবে।
More detail about
Canadian University of Bangladesh
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: