Edu Icon Forum

- Join
- May 08, 2017
- তাৎক্ষনিক আপডেট
- নিধারিত বিষয়ে এলার্ট সেবা
- ফ্রি ইমেইল নোটিফিকেশন
- ব্লগে লেখা প্রকাশ
Login Panel
Question: HOW TO I ADMISSION CHATMOHER DEGREE COLLEGE
“IAM STUDENT . I PASSED S.S.C EXAM 2017 YEAR. NOW I LIKE TO ADMISSION CHATMOHER DEGREE COLLEGE. SO PLZ REPLY ME HOW TO I ADMISSION CHATMOHER DEGREE COLLEGE.........
Tags: Admission
http://eduicon.com/Circular/Details/?Single_Circular_ID=48. please visit here. you'll find your all query's answer.
Online এ কলেজে ভর্তির আবেদন করার পদ্ধতিঃ
১। আপনার ব্রাউজারে www.xiclassadmission.gov.bd টাইপ করে অনলাইন আবেদন ফর্ম এ যেয়ে এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড এবং পাস করার সন পূরণ করে “Next” বাটন ক্লিক করতে হবে।
২। ইতিপূর্বে অনলাইন অথবা এসএমএস এর মাধ্যমে আবেদন করে থাকলে “Click here to Login” এ ক্লিক করে পূর্বে প্রাপ্ত Application Id এবং password দিয়ে লগ-ইন করে পূর্বের আবেদন সমুহের অবস্থা দেখা যাবে অথবা পছন্দ পরিবর্তন করা যাবে।
৩। ইতিপূর্বে আবেদন না করে থাকলে, ১ নং এ বর্ণিত “Next” বাটন ক্লিক করলে আবেদনকারীর সাধারণ তথ্যাবলি প্রদর্শিত হবে। অতঃপর “Mobile No” এর ঘরে আবেদনকারীর মোবাইল নম্বর টাইপ করে একই নম্বর “Re-type Mobile” ঘরে পুনরায় টাইপ করতে হবে (এই ক্ষেত্রে ২টি নম্বরই টাইপ করে দিতে হবে, copy-paste অপশন কাজ করেবনা)। আবেদনকারীর জন্য মুক্তিযোদ্ধা কোঠা প্রযোজ্য না হলে “Next” বাটন ক্লিক করতে হবে।
৪। মুক্তিযোদ্ধা কোঠার উপযুক্ত আবেদনকারী “Quota” অপশনে যেয়ে “Yes” নির্বাচন (select) করলে “Freedom Fighter” এবং “Education Quota” এর অপশন দেখতে পাবে। প্রযোজ্য ক্ষেত্রে উভয় অপশনই নির্বাচন (select) করা যাবে। অতঃপর “Next” বাটনে ক্লিক করতে হবে।
৫। এবার কলেজ পছন্দের অংশ স্ক্রিন এ দেখা যাবে। প্রথমেই আবেদনকারী তার পছন্দের কলেজের “Board” এবং “District” নির্বাচন করার পর “College” অপশন এ যেয়ে সংশ্লিষ্ট কলেজটি বাছাই করবে। কলেজের EIIN No জানা থাকলে “EIIN” ঘরে সরাসরি EIIN No দিয়েও পছন্দের কলেজ বাছাই করা যাবে। কলেজ নির্বাচনের পর সংশ্লিষ্ট কলেজের “Shift”, “Version” , “Group” পছন্দ করবে। কলেজে বিশেষ কোটার সুবিধা থাকলে শুধুমাত্র উপযুক্ত আবেদনকারী “S.Quota” অপশন এ যেয়ে “Yes” নির্বাচন করবে।
৬। এবার “Add Selection” বাটনটিতে ক্লিক করলে পছন্দের কলেজটি ডান দিকের টেবিল এ প্রদর্শিত হবে।
৭। একই পদ্ধতিতে পছন্দের অন্য কলেজগুলো নির্বাচন করা যাবে। উল্লেখ্য যে এই ক্ষেত্রে সর্বোচ্চ ৫টি কলেজ নির্বাচন করা যাবে। তবে পছন্দের যে কোন কলেজের জন্য ভিন্ন ভিন্ন “Shift”, “Version” , “Group” একাধিকবার বাছাই করলেও সবগুলো বাছাই একটি কলেজের হিসেবেই বিবেচিত হবে। অর্থাৎ “Shift”, “Version” অথবা “Group” এর ভিন্নতা বজায় রেখে ৫টি কলেজের জন্য ৫-এর অধিক অপশন দেয়া যাবে।
৮। এবার “Submit Application” বাটনটি ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
৯। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীর “Application ID”, “Password” এবং টাকা জমা দানের পদ্ধতি স্ক্রিন এ দেখা যাবে। আবেদনকারী “Print Version” এ ক্লিক করে আবেদনের বিস্তারিত বিবরন প্রিন্ট করে নিতে পারবে।
১০। এখন আবেদন ফি পরিশোধের পূর্ব পর্যন্ত অনলাইনে নতুন করে কলেজ সংযোজন/বিয়োজন এর সুযোগ থাকবে। অনলাইনে আবেদন ফি (১৫০/-) পরিশোধ করার পর সকল কলেজের (অনলাইন এবং এসএমএস এ আবেদনকৃত) শুধুমাত্র পছন্দক্রম পরিবর্তন করার সুযোগ থাকবে।
১১। আবেদনটি সম্পন্ন করতে যে কোন টেলিটক মোবাইল থেকে ম্যাসেজ (Message) অপশন এ যেয়ে CAD(Space)WEB(Space)Application ID টাইপ করে ১৬২২২ নম্বর এ প্রেরন করতে হবে। Example: CAD WEB 1000198 and send to 16222
SMS এর মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করার পদ্ধতিঃ
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে আবেদন করা যাবে। মোবাইলের Message অপশনে গিয়ে CAD(space) ভর্তিচ্ছু কলেজের EIIN(space)ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম অক্ষর(space)এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর(space)এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর(space)এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন(space)ভর্তিচ্ছু শিফ্টের নাম(space)ভার্সন(space)কোটার নাম লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: CAD 696954 S DHA 123456 2017 M B FQ (এখানে 696954 - ভর্তিচ্ছু কলেজের EIIN, S - ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম অক্ষর, DHA- এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, 123456 - আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, ২০১৭- এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন, M - শিফটের নামের প্রথম অক্ষর, B - ভার্সন এর প্রথম অক্ষর, FQ - মুক্তিযোদ্ধা কোটা)।
ভর্তিচ্ছু গ্রুপের ক্ষেত্রেঃ Science এর জন্য S, Humanities এর জন্য H, Business Studies এর জন্য B, Home Economics এর জন্য E, Islamic Studies এর জন্য I লিখতে হবে।
শিফটের ক্ষেত্রেঃ Morning এর জন্য M, Day এর জন্য D, Evening এর জন্য E এবং আবেদনকৃত কলেজের যদি কোন শিফট না থাকে তবে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রেঃ বাংলা ভার্সনের জন্য B, English Version এর জন্য E লিখতে হবে।
কোটার ক্ষেত্রেঃ মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দপ্তরসমূহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশিষ্টপ্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে। কোন শিক্ষার্থী একাধিক কোটায় আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখিত করতে হবে। যেমন- কোন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা এবং বিশেষ কোটায় আবেদনের যোগ্যতা থাকলে তাকে কোটার জন্য FQ, SQ লিখতে হবে। উল্লেখিত কোটার আওতাধীন না হলে কোটার অপশনে কিছু লেখার প্রয়োজন নেই।
ফিরতি SMS জানিয়ে একটি PIN (Personal Identification Number) প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে CAD(space)Yes(space)PIN(space)Contact Number(নিজের ব্যবহৃত যে কোন মোবাইল নম্বর) লিখে SMS করবেন ১৬২২২ নম্বরে। একজন আবেদনকারী একাধিক কলেজে/একই কলেজে একাধিক গ্রুপে/একই কলেজে একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে, তবে প্রতিক্ষেত্রেই ফি বাবদ ১৫০/- (একশত পঁঞ্চাশ) টাকা কেটে নেওয়া হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির সময় ছাত্র-ছাত্রীদেরকে এস.এস.সি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র এবং যে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রার্থী এস.এস.সি বা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসা পত্র দাখিল করতে হবে।
হ্যালো
তেজগাঁওপলি টেকনিক স্মন্ধে বলবেন
please
Login to add reply:
Related Posts
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার নিয়ম
যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতেছে তারা নাকি এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতে পারবে না? ভাই এই বিষয় একটু জানালে উপকৃত হব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সাটিফিকেট এর নতুন নিয়ম কি জানা আছে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে :: ১) অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল বর্ষের ফাইনাল পরীক্ষায় সকল বিষয়ে অবশ্যই পাশ করতে হবে। ২) অনার্স প্রথম বর্ষ থেকে শুরু
আমার জন্য ভালো বিশ্ববিদ্যালয় কোনটি হবে?
আমার বিজ্ঞানে জিপিএ ৪.২। আমার জন্য প্রাইভেটে ভালো বিশ্ববিদ্যালয় কোনটি হবে
Master's admission on DU,BUET
How can i get master'a admission circular in DU and BUET?