এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন - এ ভর্তি সংক্রান্ত ওয়েব সেমিনার আগামী ৬ ই মার্চ
Webinar on Bioinformatics and Beyond
বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র মহিলা বিশ্ববিদ্যালয় "এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন"-এ ২০২১ সালের ফল সেমিস্টার এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
গতকাল (সোমবার) ১লা মার্চ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উক্ত বিজ্ঞপ্তিতে সকল আগ্রহী প্রার্থীদের ভর্তির আবেদন করার জন্য বিশেষ ভাবে নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টিতে ফল সেমিস্টার এ ভর্তির জন্য আবেদনের শেষ সময় আগামী ৭ই মার্চ, রোববার।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভর্তি নিয়োগ প্রোগ্রামের অংশ হিসাবে, বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত স্নাতক প্রোগ্রামগুলির সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়ে একটি ওয়েবিনার সিরিজ শুরু করেছে। পূর্বের সেশনে ইতিমধ্যে 2 টি বিষয় উপস্থাপন করা হয়েছে - জনস্বাস্থ্য এবং উদার শিল্পকলা শিক্ষার গুরুত্ব।
এছাড়াও জুম এবং ফেসবুকের মাধ্যমে আগামী ৬ ই মার্চ শনিবার সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একটি এক ঘন্টার ওয়েবিনারের অধিবেশন পরিচালনা করা হবে যা আজকের দ্রুত বিকশিত বিশ্বে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় - "বায়োইনফরম্যাটিকস এবং এর বাইরে"।
ওয়েবিনারটির নেতৃত্ব দেবেন অধ্যাপক একেএম মনিরুজ্জামান মোল্লা, যিনি বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) এর বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক।
অধ্যাপক মোল্লা আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে বি এ এবং যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজিতে পিএইচডি অর্জন করেন । তিনি আমেরিকার আলবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের বায়োকেমিস্ট্রি বিভাগে পোস্ট-ডক্টরাল ফেলো হিসাবে তার একাডেমিক কেরিয়ার চালিয়ে গেছেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitবিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই মুনতাহা চৌধুরী, যিনি ২০১৯ সালে বায়োইনফরম্যাটিক্সে স্নাতকোত্তর এবং বর্তমানে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি উক্ত সেমিনারে বায়োইনফরম্যাটিকস এর শেষ বর্ষে আসা আফগানিস্তান থেকে আমাদের বর্তমান ছাত্রী মিস শফিকা মাদাদির সাথে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ।
ওয়েবিনারটি সঞ্চালনা করবেন এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন-এর বিপণন ও শিক্ষার্থী নিয়োগ বিভাগের পরিচালক জনাব সুমন চ্যাটার্জী ।
উল্লেখ্য যে, এই বিশ্ববিদ্যালয়টিতে বিশ্বজুড়ে ১৯ টি দেশের প্রায় ১০০০ জন ছাত্রী অধ্যয়ন করছেন এবং তাদের মধ্যে স্নাতকরা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিতে একটি চিত্তাকর্ষক কর্মক্ষেত্রে প্রবেশ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে আরও গর্বিত করেছেন।
উক্ত সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের লিঙ্কঃ https://www.facebook.com/auw.admissions
অথবা ইমেইলঃ admissions@auw.edu.bd
সেমিনার ও ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য, ভিজিট করুন: www.asian-university.org
More detail about
Asian University for Women
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: