গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
GUB observed Int'l Mother Language Day
প্রভাতফেরি, কেন্দ্রীয় ও জিউবি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (২১ ফেব্রুয়ারি, ২০২১) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার।
পরে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে লেখক, চিন্তাবিদ, শিক্ষক ও জনপ্রিয় বক্তা অধ্যাপক সলিমুল্লাহ খান প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। তাই এর সর্বজনীন প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, ভাষা আন্দোলনের এত বছর পরও আমরা অনেক ক্ষেত্রে বিশেষত পড়াশোনায় ইংরেজিকে গুরুত্ব দিয়ে থাকি। অথচ মুদ্রার প্রধান পিঠ হলো বাংলা, দ্বিতীয় ইংরেজি। যতদিন বাংলাকে শিক্ষার প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারব না, ততদিন আমাদের অনেক ক্ষেত্রেই স্বকীয়তা তৈরি হবে না।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitউপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ভাষা মায়ের মত। তাই এটাকে বাদ দিয়ে কোন কিছু করা সম্ভব নয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ইতিহাস জানতে উদ্বুদ্ধ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পৃথিবীতে শত শত ভাষা আছে, অথচ এর মধ্যে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়া হয়েছে; এটা নিঃসন্দেহ বড় ব্যাপার। এ সময় মাতৃভাষা বাংলার প্রসারে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান আলোচনা করেন।
সভায় গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
More detail about
Green University of Bangladesh
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: