ভারতে উচ্চশিক্ষা

প্রতিকী ছবি
ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গে এখন এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার মানে অনেক ওপরে উঠে এসেছে, ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এর মধ্যে অন্যতম।
প্রতি বছরের ন্যায় এবারও ভারত সরকারের বৃত্তির জন্য আবেদন আহবান করা হয়েছে। এই স্কলারশিপের আওতায় ২০২০-২১ শিক্ষাবর্ষে মেধাবী বাংলাদেশী শিক্ষার্থীরা (মেডিকেল ছাড়া) নামকরা ভারতীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যান্ডারগ্রেজুয়েট, পোস্টগ্রেজুয়েট এবং পিএইচডি করার সুযোগ পাবেন।
শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। আইসিসিআর পোর্টালে নিজের একাউন্ট খুলে খুব সহজেই এই আবেদন করা যায়।
বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতে উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে বর্তমানে ব্যাপক সুযোগ রয়েছে। এ কারনে প্রতিবছর প্রচুর বাংলাদেশী শিক্ষার্থী উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ভারতে পাড়ি জমাচ্ছে।
ভারতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিম্নলিখিত ডিগ্রীগুলো প্রদান করা হয়:
• ডিপ্লোমা
• ব্যাচেলর
• মাষ্টার্স
• ডক্টরেট
আবেদন প্রক্রিয়া:
• আপনি সরাসরি প্রতিষ্ঠানের অ্যাডমিশন অফিস বরাবর অথবা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লি: (Ed. CIL) বরাবর লিখতে পারেন।
• আপনি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করতে পারেন।
• আপনি যে বিভাগে ভর্তি হতে চান, সেখানে আবেদন করার শেষ সময়সীমা যাচাই করুন।
• কিছু বিশ্ববিদ্যালয় অন-লাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।
• অ্যাডমিশন অফিস আপনাকে ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য জানাবে।
• আপনাকে কমপক্ষে ২ থেকে ৩ মাস সময় হাতে রেখে ভর্তির আবেদনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে হবে।
• আবেদনপত্র জমা দেয়ার পর এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Ed.CIL) আপনাকে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করবে।
বিষয়সমূহ:
ভারতে একজন শিক্ষার্থী নিম্নলিখিত বিষয়সমূহে অধ্যয়ন করতে পারেন।
• কৃষি
• স্থাপত্য
• মেডিসিন এন্ড সার্জারী
• তড়িৎ প্রকৌশল
• রাসায়নিক প্রযুক্তি
• আইন
• যন্ত্র প্রকৌশল
• সঙ্গীত
• নার্সিং
• প্রাচ্যদেশীয় শিক্ষা
• শারিরীক শিক্ষা
• আয়ুর্বেদ চর্চা
• টেলিযোগাযোগ প্রকৌশল
• ভেটেরনারী সায়েন্স এন্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি
• গ্রন্থাগার বিজ্ঞান
• সমাজ কর্ম
• ব্যবসা ব্যবস্থাপনা
• হোমিওপ্যাথি
• কম্পিউটার বিজ্ঞান ইত্যাদিসহ আরো অনেক বিষয়।
প্রয়োজনীয় কাগজপত্র:
• পূরণকৃত আবেদন ফরম
• সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি
• সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র
• আবেদন ফি পরিশোধের প্রমানপত্র
• পাসপোর্টের ফটোকপি
• (Ed.CIL) এর বরাবর নয়াদিল্লীতে উত্তোলন যোগ্য একটি অফেরতযোগ্য প্রক্রিয়াকরণ ফি/নিবন্ধন ফি ডি ডি এর মাধ্যমে সংযুক্ত করতে হবে।
• মেডিকেল সনদ
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit অন্যান্য তথ্য:
• শিক্ষা ব্যয়: ভারতে শিক্ষা ব্যয় আপনি যে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে যাবেন তার পলিসী অনুযায়ী নির্ধারিত হয়।
জীবনযাত্রার ব্যয়:
• খাদ্য, বস্ত্র, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মাসিক ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার প্রয়োজন হবে।
কাজের সুযোগ:
• ভারতে অধ্যায়নকালীন কাজের তেমন ভাল সুযোগ নেই বললেই চলে। তাই উচ্চ শিক্ষার্থে ভারত গমনকারীদের পর্যাপ্ত পরিমান অর্থ সঙ্গে নিয়ে যাওয়া উচিত।
এসব বিষয় নিয়ে কাজ করছে দেশের অনেক পরামর্শক সংস্থা। এদের মধ্যে অন্যতম পরামর্শক সংস্থা প্রায়র সলিউশনস লিমিটেড (পিএসএল), ঠিকানাঃ ০৫, প্রবাল হাউজিং, মোহাম্মাদপুর, রিং রোড, ঢাকা। আপনিও চাইলে ফোন (০১৯১১৬৪০০৮৪) করে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফ্রীতে যোগ্যতা যাচাইয়ের সুযোগ টি গ্রহণ করতে পারেন।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: