ইবির ভর্তি পরীক্ষা: মেধাতালিকা শেষে ৮৭২ আসন ফাঁকা

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে মাত্র ১ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। এর পরেও অপেক্ষমানদের জন্য ৮৭২ আসন ফাঁকা রয়েছে। যা মোট আসনের প্রায় ৩৮ শতাংশ। আগামী শনিবার (১৪ ডিসেম্বর) থেকে অপেক্ষমান শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হবে।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর থেকে মেধাতালিকায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত শেষ হয়। ভর্তি শেষে চার ইউনিটের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের মধ্যে ৩০টি এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ৬৫টি আসনের মধ্যে ৪৩১টি আসন ফাঁকা রয়েছে।
এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ১৫৬টি (বাণিজ্য ১০১টি এবং অবাণিজ্য ৫৫টি) এবং বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৫৫টি আসন ফাঁকা রয়েছে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আগামী ১৭ ডিসেম্বর এই ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। একইসাথে ১৮ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন এবং স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এই ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে ২১ ডিসেম্বরের মধ্যে।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৮ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ২৩ ডিসেম্বরের মধ্যে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.iu.ac.bd) এ পাওয়া যাবে।
More detail about
Islamic University
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: