ইবিতে মধ্যরাতে প্রভোস্টের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন

মধ্যরাতে আন্দোলনে শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা আবাসিক ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিনের পদত্যাগ দাবিতে রাতে আন্দোলন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।
হলের শিক্ষার্থীদের প্রতি প্রভোস্টের খারাপ ব্যবহার, হুমকি, প্রভোস্টের স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক হয়রানির কারণে বাধ্য হয়ে আন্দোলন করেছেন বলে জানান আন্দোলনকারীরা।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে হল গেটের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এ সময় তারা হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে গেটে বসে অবস্থান নেন তারা।
পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন আন্দোলন প্রত্যাহার করে হলে ফিরে যেতে শিক্ষার্থীদের কাছে হাত জোড় করে অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের অভ্যন্তরীণ গেটে তালা দিয়ে দেয়।
ছাত্র উপদেষ্টা বাধ্য হয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে হল গেটে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাও ঘটনাস্থলে আসেন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য সঙ্গে আলোচনায় বসেন। এ সময় কোষাধ্যক্ষ ও প্রক্টর সঙ্গে ছিলেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitআন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, প্রভোস্ট তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি কথায় কথায় বলেন, হল কি তোমার বাবার? আমরা তার বিরুদ্ধে উপাচার্যের কাছে অভিযোগ করায় তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে হল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন।
এছাড়া হলে সিট পেতে হলের ছাত্রলীগ নেত্রী প্রিয়াঙ্কা বোস রাখি কর্তৃক রাজনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।
ছাত্রীরা বলেন, প্রিয়াঙ্কা ছাত্রীদের বলেন, হলে সিট পেতে হলে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগ করলে হলে থাকতে পারবি, না করলে হল থেকে বের করে দেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, শিক্ষার্থীদের কথা শুনেছি। এ সময় কোষাধ্যক্ষ মহোদয়ও ছিলেন। শিক্ষার্থীর রুমে ফিরে গেছে। তারা প্রভোস্টের বিষয়ে অভিযোগ করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা আগামীকাল বিষয়টি নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসব বলে আশা করছি।
More detail about
Islamic University
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: