ইবিতে গায়ে কেরোসিন ঢেলে শিক্ষার্থীদের আন্দোলন; আত্মহত্যার হুমকি

আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ
ভিন্ন ভিন্ন দাবিতে আমরণ অনশন, ডিন কক্ষে তালা, অবস্থান কর্মসূচি, প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ ছাড়া গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ এপ্রিল) বর্ধিত বেতন, পরিবহন, হল, সেশন ও ভর্তি ফি’সহ বিভিন্ন খাতে ফি কমানোর দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং অনশন কর্মসূচি পালন করেন।
আন্দোলনের একপর্যায়ে দুই শিক্ষার্থী গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় এবং বর্ধিত ফি বাতিল না করা হলে আত্মহত্যার হুমকি দেয় তারা।
জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করেন। পরে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের হাতে হাতে ‘বাবার রক্ত যদি সেই চুষতে হবে, প্রাইভেট না হয়ে পাবলিক কেন তবে??’, ‘ছাত্রের টাকায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নয়’, ‘হৈ হৈ রৈ রৈ এত টাকা গেল কই’, ‘এক দফা এক দাবি বেতন ফি কমাতে হবে’ লেখা সংবলিত ফেস্টুন দেখা যায়।
তবে এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তোলার চেষ্টা করেন।
তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হলে এক পাও নড়বেনা বলে শিক্ষকদের জানিয়ে দেয়। এসময় উপস্থিত শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ১০ জনের একটি প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে শিক্ষকদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন আন্দোলনকারীরা। আন্দোলনের একপর্যায়ে বেলা ১১টার দিকে দুই ছাত্র গায়ে কেরোসিন ঢেলে দেয়।
পরে দুপুর ১টার দিকে প্রশাসন ভবন থেকে সরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়াও কয়েক জন শিক্ষার্থী প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে আমরণ অনশন করেছে।
বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টার মধ্যে এ বিষয়ে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আন্দোলনকারীদের জানানো হয়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশে ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুজ্জামানের কাছে স্মারকলিপি জমা দেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitপাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা না আসা পর্যন্ত বুধবার বেলা ১২টা পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি’সহ অন্যান্য ফি চারগুণ বৃদ্ধি করে সাড়ে তিন হাজার থেকে ১৪ হাজার করা হয়। এখন প্রতি বছর সাড়ে নয় হাজার টাকা গুনতে হচ্ছে। যা আগে ছিল তিন হাজার। এতো টাকা বহন করা সবার পক্ষে সম্ভব নয়। বুধবার বেলা ১২টার পর্যন্ত প্রশাসন এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের দাবি মেনে না হলে আবারও আমরা পথে নামতে বাধ্য হবো।
এদিকে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত পাঁচ বিভাগের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী আমরণ গণ-অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা ডিন অফিস ঘেরাও করে তালা লাগিয়ে দেন।
এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানায়, গত বছর ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে থাকা ১১টি বিভাগকে আলাদা করে তিনটি অনুষদে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ এবং বিজ্ঞান অনুষদ) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নতুন বর্ষ (২০১৮-১৯) থেকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত পাঁচটি বিভাগের শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মান দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও চলমান অন্যান্য ব্যাচগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
চলমান শিক্ষার্থীদের মধ্যে সব প্রকার বৈষম্য ছাড়াই সব ব্যাচগুলোকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মান দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল তারা। এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার আমরণ অনশনের ঘোষণা দেন পাঁচ বিভাগের শিক্ষার্থীরা।
More detail about
Islamic University
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: