থাইল্যান্ডের 'দ্য ওয়ালাইলক ইউনিভার্সিটি'তে বৃত্তিসহ স্নাতক পর্যায়ে পড়াশোনা

ওয়ালাইলক ইউনিভার্সিটি
থাইল্যান্ডে বৃত্তিসহ স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘দ্য ওয়ালাইলক ইউনিভার্সিটি’। ইঞ্জিনিয়ারিং, বিএসহ বিভিন্ন বিষয়ে স্নাতক করতে পারবে শিক্ষার্থীরা।
দ্য ওয়ালাইলক ইউনিভার্সিটি থাইল্যান্ডের অন্যতম একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা দেশটির থা সালা জেলায় অবস্থিত। দেশটির অন্যতম রাজকুমারী চুলাভর্ণ ওয়ালাইলকের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে মোট ১৪টি অনুষদ রয়েছে। বর্তমানে গবেষনাসহ অন্যান্য বিভাগে এ বিশ্ববিদ্যালয়ের বেশ সুনাম রয়েছে।
আবেদনের যোগ্যতা:
• ১২ বছর বা এর সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;
• উচ্চ মাধ্যমিকে ৪.০০ এর মধ্যে ৩.২৫ প্রাপ্ত হতে হবে;
• ভালো ইংরেজী জ্ঞান থাকতে হবে;
• মেয়াদসম্পন্ন একটি পাসপোর্ট থাকতে হবে;
• আইএলটিএস অথবা টোফেল এ ন্যুনতম স্কোর অর্জন করতে হবে;
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
পড়ার বিষয়:
• ডিজিটাল ইনোবেশন ইঞ্জিনিয়ারিং (বি.ইঞ্জি);
• পাবলিক অ্যাফেয়ার্স (বি.এ);
• লজিস্টিক এনালাইটিস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (বিবিএ);
• ব্যাচেলর অব ল (এলএলবি);
বৃত্তি: পড়ার বিষয়ের ওপর ভিত্তি করে ৪ বছরের জন্য ১৪ হাজার থেকে ৩৫ হাজার ইউএস ডলার প্রদান করা হবে।
আবেদন:
• ১২ বছর বা সমমান শিক্ষাগত যোগ্যতার সনদ;
• সকল শিক্ষাগত নম্বর পত্রের সনদ;
• ইংরেজী দক্ষতার সনদ;
• পাসপোর্টের ফটোকপি;
আবেদনের জন্য ইমেইলে অবশ্যই ‘ফুল টিউশন স্কলারশীপ+ পড়ার বিষয়ের নাম লিখতে হবে।
থাইল্যান্ডের ‘দ্য ওয়ালাইলক ইউনিভার্সিটি’ প্রদত্ত স্নাতক পর্যায়ের বৃত্তিটি দেখতে ও আবেদনের জন্য এখানে ক্লিক করুন...
এখানে
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: