যুক্তরাষ্ট্রের এমআইটিতে ভর্তির জন্য কিছু প্রয়োজনীয় তথ্য

প্রতিকী ছবি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। ১৯০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ৮৯২ জন, তাঁদের মধ্যে ৯১ জন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সাবেক শিক্ষার্থী। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছেন দুনিয়া কাঁপানো অসংখ্য গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা।
সারা পৃথিবীর কিশোর, তরুণদের কাছে এমআইটি তাই স্বপ্নের শিক্ষাঙ্গন। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এমআইটিতে পড়েছেন, পড়ছেন। পাস করে কেউ কেউ দেশে-বিদেশে গবেষণা, শিক্ষকতা কিংবা অন্যান্য পেশায় যুক্ত আছেন।
এমআইটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিভাগগুলো সব সময়ই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম হয়। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির মানবিক অনুষদের বিভিন্ন বিষয়ও বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এসেছে। এখানে শিক্ষকতা করেন বিশ্বের নামকরা সব পণ্ডিত ও গবেষকরা।
এমআইটিসহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি দীর্ঘসময় ধরে নিতে হয়। কারণ, ওরা দেখতে চায় পড়ালেখায় কে কতটা ভালো, একজন আবেদনকারী মানুষ হিসেবে কেমন, তার কোনো বিষয়ে আগ্রহ আছে কি না, সেই আগ্রহ থেকে সে কী কী করেছে, সে কীভাবে সংকট সামাল দিয়েছে ইত্যাদি। কোনো ছাত্রের আগ্রহ থাকতে পারে গণিতে, খেলাধূলায়, সংগীতে, জনসেবায়, থিয়েটারে— আগ্রহ থাকতে পারে যেকোনো কিছুতেই। আর এই আগ্রহ থাকার ব্যাপারটি শুধু বললেই হবে না, দেখাতে হবে নিজের আবেদনপত্রে বিভিন্ন রচনার মাধ্যমে, শিক্ষকদের সুপারিশপত্র এবং সাক্ষাৎকারে জীবনের ছোট ছোট গল্পের মধ্য দিয়ে। এমআইটির আবেদনপত্র অনলাইনে পাওয়া যায় আগস্ট-সেপ্টেম্বর মাসেই; জমা দিতে হয় যে বছর এমআইটিতে ক্লাস শুরু হবে, সেই বছরের জানুয়ারি মাসেই। কাজেই ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এমআইটিতে ক্লাস শুরু করতে চাইলে, আপনাকে কাজ শুরু করতে হবে ২০১৮ সালের অক্টোবর বা নভেম্বর থেকে। আবেদন করার শেষ সময় থাকে প্রতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit আবেদন করার পর আপনি এমআইটি কর্তৃপক্ষের চূড়ান্ত বাছাইয়ের তথ্য জানতে পারবেন মার্চের ভেতরেই। টোফেলের মতো ভাষা পরীক্ষা দেওয়াটা এমআইটির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।
এমআইটিতে যারা ভর্তি হয়, তাদের স্কোর কেমন, এর একটা হিসাব পাওয়া যাবে এমআইটির অ্যাডমিশন ওয়েবসাইট ‘Standardized Testing’-এ।
এমআইটির ওয়েবসাইটে গিয়ে একটি ‘মাই এমআইটি’ অ্যাকাউন্ট খুললেই পাওয়া যাবে আবেদনপত্র। আবেদনপত্রে বড় কোনো রচনা থাকে না ঠিকই, তবে থাকে ছোট ছোট কিছু প্রশ্ন। যেমন- নির্মল আনন্দের জন্য আপনি কী করেন? জীবনে ব্যর্থতার সময়গুলো আপনি কীভাবে কাটিয়ে উঠেছেন ইত্যাদি। আর সুপারিশপত্র নিতে হয় স্কুল-কলেজের তিনজন শিক্ষকের কাছ থেকে। যাঁরা আপনাকে ভালো করে চেনেন, আপনার জীবনের ছোটখাটো ঘটনাগুলো যাঁরা বলতে পারবেন, তাঁদেরই অনুরোধ করুন, আপনার জন্য সুপারিশপত্র লিখতে। তাঁদের সঙ্গে বেশ কয়েকবার দেখা করে বলুন, আপনার সম্পর্কে কী কী তাঁরা লিখতে পারেন। আর সবচেয়ে বড় যে বিষয়ে আপনার আগ্রহ আছে, সেই বিষয় নিয়ে চর্চা করুন, ছাড়িয়ে যান নিজেকে।
এমআইটিতে প্রতিবছর ১৫ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তি এবং আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে হয়। নির্বাচিত হওয়ার সিদ্ধান্ত জানানো হয় মার্চে এবং বৃত্তির ধরনটি জানানো হয় এপ্রিল মাসে। সবাই পূর্ণ বৃত্তি পান না, যারা পূর্ণ বৃ্ত্তি পান না তাদের জন্য স্বল্পমেয়াদি চাকরি এবং খণ্ডকালীন চাকরির সুযোগ আছে এখানে।
ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে এখন আছে অনেক সাহায্য পাওয়ার জায়গা। নিজে নিজে আবেদন করার সময় কোনো প্রশ্নের উত্তর না পেলে সাহায্য নিতে পারেন সেসব সাইট থেকেও। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠিত হয় ১৮৬১ সালে। গত দেড়শ বছরে এ প্রতিষ্ঠানের সুনাম বেড়েছে বৈ কমেনি। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এমআইটির পরিচিতি বিশ্বজুড়ে। বিশ্বের ১১৫টি দেশের শিক্ষার্থীরা বর্তমানে এমআইটিতে পড়াশুনা করছেন।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: