আই ক্লাস: এক অ্যাপে শিক্ষক-শিক্ষাথী-অভিভাবক

আই ক্লাসের প্রতিষ্ঠাতাগণ
শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার জন্য বন্ধুদের সাথে মিলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রের আলস্টার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ুয়া বাংলাদেশের শিক্ষার্থী ইস্তায়ীন আহমেদ। অ্যাপটি নিয়ে বিস্তৃতভাবে কাজ করার উদ্দেশ্যে দেশে ফিরে বন্ধুদের সাথে যোগাযোযোগ করে বন্ধুদের প্রচেষ্টায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগের জন্য গড়ে তোলে একটি মাত্র মোবাইল অ্যাপ্লিকেশন- যার নাম দেয়া হয়: আই ক্লাস। গত আগষ্ট মাসে মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে যাত্রা শুরু করে ‘আই ক্লাস’।
আই ক্লাসে যেসব সুবিধা পাওয়া যাবে:
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ—একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আই ক্লাসের ওয়েবসাইট কিংবা অ্যাপ ব্যবহার করে। ক্লাস নোট, ফলাফল, উপস্থিতি এবং ফি সম্পর্কিত তথ্যও জানা যাবে এতে। নিবন্ধিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সবারই আলাদা আলাদা পরিচিতি (আইডি) ও পাসওয়ার্ড রয়েছে। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রয়োজন অনুসারে প্রত্যাকের জন্য আলাদাভাবে সাজানো হয়েছে ড্যাশবোর্ড। যে কারনে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে সবাই।
‘আই ক্লাস’ গড়ে তুলেছেন যারা: ইস্তায়ীন আহমেদ ছাড়াও ‘আই ক্লাস’ গঠনে যাদের অবদান রয়েছে তারা হলো মো. আরিফ হোসেন, মো. আশ্রাফুল হক ও মো. বাদশা ফাহাদ। তাঁরা সবাই আই ক্লাসের সহপ্রতিষ্ঠাতা। এর মধ্যে মো. আরিফ হোসেন ও মো. বাদশা ফাহাদ এর আগে মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে কাজ করছিলেন। মো. বাদশা ফাহাদ পেয়েছেন বেসিস ফ্রিল্যান্সার পুরস্কার ২০১৫। আর মো. আশ্রাফুল হক কাজ করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
কেন এই ‘আই ক্লাস’:
চার বন্ধুর ভাষায়, শিক্ষক-শিক্ষার্থী মধ্যে দূরত্ব দূর করার সাহায্য করবে ‘আই ক্লাস’। আর অভিভাবকরা যেন প্রতিনিয়ত তাদের সন্তানের তথ্য পেতে পারে তাই ‘আই ক্লাসে’ যুক্ত করা হয় অভিভাবকদের। আর শিক্ষাব্যবস্থাকে আরও ডিজিটাল করতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে যুক্ত করার সুবিধা যোগ করা হয়েছে। এ ছাড়া দেশের বাইরেও এই অ্যাপ ব্যবহারের উপযোগী করে তোলার জন্য যুক্তরাজ্যে কাজ করছে তাদের বন্ধুদের একটি দল।
কিভাবে যুক্ত হওয়া যাবে ‘আই ক্লাস’ এর সাথে:
আগ্রহী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আই ক্লাসের (www.iclass.com.bd) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নির্দিষ্ট ফির বিনিময়ে এই সুবিধা ব্যবহার করতে পারবে। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লেস্টোর ও অ্যাপল স্টোরে।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: