সুইডেনে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের যা জানা প্রয়োজন

সুইডেনে উচ্চশিক্ষা
সুইডেন উত্তর ইউরোপের আধুনিক একটি দেশ। শান্ত পরিবেশ, বিশ্ব স্বীকৃত গবেষণাকর্ম, আধুনিক শিক্ষাব্যবস্থা, প্রচুর স্কলারশিপ, গ্রুপ ওয়ার্ক, স্বাধীন চিন্তার সুযোগ- এসবের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে দিন দিন সুইডেন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে এখানে প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীরা পিএইচডি গবেষণারত। সুইডেনে পড়াশোনা সম্পর্কে জেনে নিন কিছু তথ্য।
কেন সুইডেনে পড়বেন:
• উচ্চমানের পড়াশুনা ও গবেষণা করার সুযোগ (যুক্তরাষ্ট্রের পর বিশ্বে ২য়)।
• আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা।
• উদ্ভাবনের ক্ষেত্রে সুইডেন টেকনিক্যালি শক্তিশালী দেশ।
• তিনটি সুইডিশ বিশ্ববিদ্যালয় বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তালিকায় রয়েছে।
• ইউরোপে তৃতীয় বৃহত্তম দেশ (এলাকাভিত্তিক)।
• কোর্সের সমাপ্তির পরে শিক্ষার্থীকে ৬ মাসের জন্য থেকে যেতে অনুমতি দেয়, যা শিক্ষার্থীদের চাকরি খুঁজে পেতে আরো ভালো হয়।
• পার্ট টাইম কাজ অনুমোদিত।
• আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয় থেকে।
• টেলিকম এবং প্রযুক্তিগত কোম্পানীর নেতৃস্থানীয় দেশ
পড়ার বিষয়:
পরিবেশ বিজ্ঞান, ভাষা শিক্ষা, কৃষি গবেষণা ও ইঞ্জিনিয়ারিং- এসব বিষয়ে উচ্চশিক্ষার জন্য সুইডেনকে আদর্শ বলা হয়। তবে এর পাশাপাশি আরো কিছু বিষয় উল্লেখযোগ্য। বিষয়গুলো হলো- এমবিএ, টেলিকমিউনিকেশন, আইন, ম্যাথমেটিক্স, জনস্বাস্থ্য, আর্ট অ্যান্ড ডিজাইন, মেডিক্যাল, অর্থনীতি, ভূগোল, হিউম্যান রিসোর্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফিল্ম ও মিডিয়া, লাইফ সাইন্স ইত্যাদি।
ভাষা ও শিক্ষাব্যবস্থা:
সুইডেনের অফিসিয়াল ভাষা সুইডিশ হলেও প্রায় ৮৯% মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে পারে। তাই সেখানে ইংরেজিকে সেকেন্ড ল্যাংগুয়েজ বলা হয়। এখানে সুইডিশ ও ইংরেজি উভয় মাধ্যমেই পড়াশুনা করা যায়।
শিক্ষাগত যোগ্যতা: সুইডেনে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পাশ হতে হবে এবং স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের জন্য আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.০০ দরকার এবং স্নাতোকত্তর প্রোগ্রামে অধ্যায়ন করতে চাইলে যে কোনো ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক সম্পন্ন হতে হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
যা যা লাগবে: সুইডেনে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কাগজপত্রের প্রয়োজন তা হলো;
• এমআরপি পাসপোর্ট
• শিক্ষা জীবনের সকল সনদপত্র ও মার্কশিটের স্ক্যান কপি
• শিক্ষাপ্রতিষ্ঠানের ছাড়পত্র বা প্রশংসা পত্র
• চলমান শিক্ষার্থীর প্রমাণপত্র
• নোটারির দলিল
• ব্যাংকে ৮ লাখের বেশি টাকা থাকার বিবৃতি
• জন্ম নিবন্ধন এবং
• পুলিশ ক্লিয়ারেন্স
আবেদন প্রক্রিয়া:
• সকল শিক্ষা সনদের স্ক্যান কপি + পাসপোর্ট + ফটো।
• শিক্ষার্থীদের চুক্তি সাক্ষর করে আবেদন ফি জমা দিতে হবে।
• শিক্ষার্থীদের সম্পূর্ণ কোর্স ফি ও রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে।
• এবং সবশেষে ইতিবাচক ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
কোর্স ফি: সুইডেনে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফি হিসাবে ১২০-১৫০ ইউরো দিতে হয় এবং কোর্স ফি হিসেবে ৫০০০ থেকে ৬০০০ ইউরো প্রতি সেমিষ্টার বাবদ খরচ হবে।
*সম্পূর্ন কোর্স ফি বাবদ বাংলাদেশী টাকায় ৮ লাখ টাকা খরচ পরবে।
বাংলাদেশ থেকে সুইডেনে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশুনা বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতাকরে থাকে রাজধানীর ঢাকায় অবস্থিত মাস্টার এডুকেশন। সুইডেনে পড়াশুনা, ভিসা সংক্রান্ত তথ্য শিক্ষার্থীরা মাস্টার এডুকেশনে ফোন করে বা ইমেইলের মাধ্যমে জানতে পারে।
ফোন: +৮৮ ০১৯৭৭৭ ৮৯ ১০১; ইমেইল:mastereducationbd@gmail.com
সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে বিদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে থাকে। সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে উচ্চশিক্ষার জন্য প্রদত্ত বৃত্তি সংক্রান্ত আপডেট পেতে এখানে ক্লিক করুন।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: