বিদেশে এমবিএ: যে দেশগুলো বাছাই করা উচিত

উচ্চ শিক্ষা: প্রতিকী ছবি
এদেশ থেকে স্নাতক সম্পন্ন করে দেশের বাইরেও ব্যবসা প্রশাসনের ওপর স্নাতকোত্তর (এমবিএ) করার সুযোগ আছে। বিভিন্ন দেশের এমবিএ প্রোগ্রামের খবরাখবর নিয়ে আজকের এ লেখা।
এদেশ থেকে স্নাতক সম্পন্ন করে দেশের বাইরে ব্যবসা প্রশাসনের ওপর স্নাতকোত্তর করার অনেক সুযোগ রয়েছে। এমবিএ প্রোগ্রাম সাধারণত দুই বছরের হয়ে থাকে। অনেক বিশ্ববিদ্যালয়ে কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা আছে এমন ভর্তিচ্ছুদের জন্য এক্সিকিউটিভ এমবিএ আর যারা সদ্য স্নাতক সম্পন্ন করেছেন তাদের জন্য থাকছে রেগুলার এমবিএ। যদি এমবিএ করতে চান বাইরে অর্থাৎ বিদেশে, তাহলে আপনার সিভিতে যোগ হবে নতুন মাত্রা।
আমেরিকা:
বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত বিজনেস স্কুলের জন্য সুখ্যাতি আমেরিকার। বাংলাদেশী ৬০ থেকে ৭০ লাখ টাকা খরচ পড়বে এমবিএ করতে। আমারিকায় এমবিএর জন্য বিখ্যাত বিজনেস স্কুলগুলোর মধ্যে আছে বুথ স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অব শিকাগো; হার্ভার্ড বিজনেস স্কুল, স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অব বিজনেস। এসব প্রতিষ্ঠান থেকে এমবিএ সম্পন্ন করতে হলে শিক্ষার্থীকে স্নাতক সম্পন্ন করতে হবে। এছাড়া জিআরই কিংবা জিম্যাট সম্পন্ন করতে হবে, সঙ্গে থাকতে হবে টোফেল কিংবা আইইএলটিএস। যোগ্যতার ওপর নির্ভর করে প্রতিটি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ প্রদান করে থাকে।
যুক্তরাজ্য:
বাংলাদেশী ৫০ থেকে ৫৫ লাখ টাকার মতো খরচ হবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমবিএ সম্পন্ন করতে। যুক্তরাজ্যের এমবিএর জন্য খ্যাতনামা স্কুলগুলো হলো লন্ডন বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অব অঙ্ফোর্ড, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ, ম্যানচেস্টার বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার। যোগ্যতার ওপর নির্ভর করে প্রতিটি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ প্রদান করে থাকে। জিআরই কিংবা জিম্যাট সম্পন্ন করতে হবে, সঙ্গে থাকতে হবে আইইএলটিএস।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitকানাডা:
অন্যান্য দেশের তুলনায় কম খরচ হয় কানাডায়। বাংলাদেশী টাকায় ২০ থেকে ২৫ লাখ টাকা খরচ হয় এদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমবিএ করতে। ইউনিভার্সিটি অব টরেন্টো, কুইন্স স্কুল অব বিজনেস, কুইন্স ইউনিভার্সিটি সেইন্ট জন ফ্যাকাল্টি অব বিজনেস, ইউনিভার্সিটি অব নিউ ব্রুনসিক, ইভেই বিজনেস স্কুল ও ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কানাডা থেকে সম্পন্ন করা যাবে এমবিএ।
অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়া ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত হলেও এমবিএ করতে অনেকেই এ দেশটা বেছে নেয়। অস্ট্রেলিয়াতে এমবিএ করার জন্য খরচ হতে পারে ৫০ লাখ টাকার মতো। মেলবোর্ন বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অব মেলবোর্ন; অস্ট্রেলিয়ান স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ও সিডনি বিজনেস স্কুল থেকে সম্পন্ন করা যাবে এমবিএ। জিম্যাট অথবা জিআরই সঙ্গে আইইএলটিএস বা টোফেল যেকোনো একটি সম্পন্ন করা থাকতে হবে। আইএলটিএস কিংবা টোফেলে ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬ পেতে হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ নিয়ে এমবিএ পড়তে যেতে চায় তাহলে তাকে যে কোনো বাছাইকৃত বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
দেশের বাইরে উচ্চশিক্ষার বিষয়ে আরো তথ্য পেতে এখানে ক্লিক করুন
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: