নেদারল্যান্ড-এ স্কলারশিপ সহ/ছাড়া উচ্চশিক্ষার সুযোগ

নেদারল্যান্ডে-এ উচ্চশিক্ষার সুযোগ
প্রি-ব্যাচেলর, প্রি-মাস্টার্সসহ ব্যাচেলর ও মাস্টার্স কোর্স-এ ভর্তি চলছে। সেপ্টেম্বর-২০১৬ সেশন-এর ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তাই দেরী না করে অতি দ্রুত আবেদন করুন।
যে সকল বিষয়ের উপরে পড়াশোনা করতে পারবেনঃ
বিজনেস, ইঞ্জিনিয়ারিংসহ ১০০ টির বেশি বিষয়ের উপরে পড়াশোনা করার সুযোগ রয়েছে নেদারল্যান্ড-এ।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশীট, IELTS রেজাল্ট, পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি এবং বায়োডাটা প্রাথমিক এসেসমেন্ট এর জন্য ইমেইল করুন এবং আপনার প্রোফাইল দেখে 'সিন্নামন ইন্টারন্যাশনাল' আপনাকে ইউনিভার্সিটি এবং কোর্স-এর বিষয়ে ইমেইল-এর মাধ্যমে জানিয়ে দিবে।
নেদারল্যান্ড-এ সিন্নামন ইন্টারন্যাশনালের পূর্ববর্তী ভিসা সাফল্যঃ
সিন্নামন ইন্টারন্যাশনাল অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে, "গত ২ সেশন-এ আমাদের সকল স্টুডেন্ট ভিসা পেয়েছেন এবং আমরা মহান সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের অফিস সরাসরি ভিজিট করুন এবং আমাদের সাফল্য দেখার পরে আমরা নিশ্চিত আপনি আবেদন করার আত্মবিশ্বাস পাবেন।"
নেদারল্যান্ড-এ কেন পড়বেন?
১. স্বনামধন্য সরকারী ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ।
২. পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ।
৩. ছুটিতে ফুল টাইম কাজের সুযোগ।
৪. মেধাবীদের জন্য স্কলারশিপ এর সুযোগ।
৫. অন্যান্য উন্নত দেশ যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এবং কানাডার তুলনায় টিউশন ফিস অনেক কম যা বাংলাদেশী শিক্ষার্থীরা বেশ সহজেই বহন করতে পারে।
৬. পড়াশোনা শেষ করার পরে নেদারল্যান্ড সরকার আপনাকে দিচ্ছে ফুল টাইম কাজের সুযোগ।
৭. ৫ বছর পরে পিআর-এর জন্য আবেদন করতে পারবেন।
৮. ইউরোপের যেকোনো দেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitযাদের প্রকৃত পক্ষে আর্থিক সামর্থ্য আছে এবং যারা পড়াশোনার করার উদ্দেশ্যে যেতে ইচ্ছুক তারাই নেদারল্যান্ড-এর জন্য আবেদন করুন। ভালো ভাবে কোর্স শেষ করে ওখানেই ভালো চাকুরী অথবা ব্যবসা করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন।
নেদারল্যান্ড-এ পড়াশোনা করার অন্যতম প্রধান কারণ হলো এখানে পড়াশোনা শেষ করার পরে ওখানকার সরকার আপনাকে ফুল টাইম জব সার্চ করার সুযোগ দিচ্ছে এবং জব পেয়ে গেলে পরবর্তীতে আপনি পিআর-এর জন্য আবেদন করতে পারছেন। আমরা চাই আপনার উন্নত ভবিষ্যত এবং আপনার একান্ত চেষ্টাই আপনাকে সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছিয়ে দিতে পারে।
যোগাযোগের জন্য আপনার মোবাইল নম্বর সিন্নামন ইন্টারন্যাশনাল-এর ফেসবুক পেজ-এ ইনবক্স করতে পারেন, সেক্ষেত্রে সিন্নামন ইন্টারন্যাশনালই আপনাকে কল করে বিস্তারিত তথ্য দেবে।
সিন্নামন ইন্টারন্যাশনাল
বাড়ি-৩, রাস্তা-১৪, সেকশন-১
উত্তরা, ঢাকা-১২৩০
বাংলাদেশ
টেলিফোনঃ ০২-৪৮৯৫০৪২৫, মোবাইলঃ ০১৮১৫-১১৭৯১১ (মায়া আক্তার)
০১৯২১-০৬৭৬৪৬ (জিনাত রিতা)
ওয়েবসাইটঃ www.cinnamonbd.com
ফেসবুকঃ https://www.facebook.com/cinnamonstudyabroad
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: