সান্ধ্যকালীন কোর্সে নিম্নমানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রতীকি ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন কোর্সের মান নিয়ে কড়া সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। সান্ধ্য কোর্সের মাধ্যমে শুধু ব্যক্তিগত স্বার্থ হাসিল ও অর্থ লাভের আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় অসংখ্য নিম্নমানের গ্র্যাজুয়েট তৈরি করছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে এ কথা বলা হয়। অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই অধিবেশনে ৪০ জন সিনেট সদস্য অংশ নেন।
বাজেট বক্তৃতায় কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে নামে-বেনামে অসংখ্য সন্ধ্যাকালীন স্নাতকোত্তর শ্রেণি খোলা, কখনো ভর্তি পরীক্ষা ছাড়া নিম্নমানের শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ করেন। তিনি এই শ্রেণির শিক্ষকদের ‘শিক্ষক-দোকানদার’ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, তাঁরা জ্ঞান ও দক্ষতার পার্থক্য জানেন না অথবা ইচ্ছাকৃতভাবে ভুলে গেছেন। কোষাধ্যক্ষ সান্ধ্য কোর্সগুলোর রিপোর্ট তৈরি করতে একটি কমিটি গঠনের দাবি জানান। এ ছাড়া সান্ধ্য কোর্স থেকে আয়ের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দেওয়ার বিধান করতে বলেন। নতুন বিভাগগুলোতে কমপক্ষে তিন বছর কোনো বাণিজ্যিক বা সান্ধ্য কোর্স খোলার অনুমতি না দেওয়ার সুপারিশ করেন তিনি।
পরে বাজেট আলোচনায় একাধিক সিনেট সদস্যও সান্ধ্য কোর্স নিয়ে কথা বলেন। অনেকে কোষাধ্যক্ষের বক্তব্যকে সমর্থন জানান। শিক্ষক প্রতিনিধি ফার্মেসি অনুষদের ডিন আবদুর রহমান সন্ধ্যাকালীন কোর্সে ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা সিজিপিএ ৩.৫০ করার প্রস্তাব দেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বলেন, দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় সিনেটে ছাত্র প্রতিনিধি নেই। এ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আবাসন-সংকটের কারণে ‘গণরুম’ নামক অপসংস্কৃতির মধ্যে বেড়ে ওঠে শিক্ষার্থীরা। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশা করা হয় বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা হবে। কিন্তু সে অনুযায়ী তারা বরাদ্দ দেয় না। এটা খুব দুঃখজনক।
অধ্যাপক ফজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রক্রিয়া নিয়ে নতুন করে চিন্তা করতে হবে।
অধিবেশনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো অবস্থাতেই বাণিজ্যকেন্দ্র নয়। এটি আমাদের উপলব্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বকীয়তা ও গুরুত্বের সঙ্গে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের তুলনা চলে না।’
More detail about
Dhaka University
- নর্দান ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলার সময় বাড়লো
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ২৬ এপ্রিল
- আশা ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- জাবিতে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম
- সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটিতে সামার-২০১৮ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সেমিস্টার পরীক্ষা স্থগিত
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ এ ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাবির ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিস এ এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
- National Certificate Course-18 Offers by NHTTI
- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন শুরু
- চট্ট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩৯তম ব্যাচে ভর্তি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি
- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি চলছে
Submit Your Comments: