ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে বিজয়ী দল বিইউবিটি

বিইউবিটির বিজয়ী দলের একাংশ
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কর ব্যবস্থাপনা বিষয়ক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)’র বিতার্কিকরা জয়লাভ করে। প্রতিযোগিতার রানার আপ দলের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
বক্তৃতাকালে তিনি বলেন, জোর-জবরদস্তি করে নয়, জনগণকে উদ্ভুদ্ধ করণের মাধ্যমে কর পরিধি বাড়াতে চায় সরকার। কর ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য নেওয়া অটোমেশনের কাজ শেষ হলে এ ক্ষেত্রে অধিকতর স¦চ্ছতা আসবে। কোন সরকারি কর্মকর্তা-কর্মচারী কর আহরণে করদাতাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল শনিবার ( ২২ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে বিতর্ক অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন বিইউবিটির সি.এস.ই বিভাগের শিক্ষার্থী তানজিলা আহমেদ পিংকি (প্রধানমন্ত্রী); ইংরেজি বিভাগের শিক্ষার্থী শ্রীমতি কীর্ত্তনীয়া (মন্ত্রী) এবং আইন বিভাগের শিক্ষার্থী শামিমা নাসরিন শান্তা (সদস্য)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit বিচারক ছিলেন- সাংবাদিক সাজ্জাদ আলম খান, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক দৌলত আক্তার মালা, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন। অনুষ্ঠানে বিইউবিটির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. সাব্বির আহমেদ বিইউবিটি দলের নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয় ও বিইউবিটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
More detail about
Bangladesh University of Business and Technology
- শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি আবেদনের সময় বৃদ্ধি
- বুয়েটের টার্ম পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর থেকে
- ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষা কোর্সে ভর্তি কার্যক্রম শুরু
- রাবিপ্রবি’র ভর্তিপরীক্ষা ৬-৭ ডিসেম্বর
- ঢাবিতে আরবি বিভাগে 'বেসিক অ্যারাবিক ভর্তি কার্যক্রম শুরু
- ১ম বর্ষ ডিগ্রি পরীক্ষার সূচি পরিবর্তন; মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- বিনামূল্যে ১৫০ জন নারীকে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেবে রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র
- ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ; স্নাতক পাস কোর্সের ১ম মেধা তালিকা বুধবার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষা স্থগিত
- ১৬০ নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে গাজীপুরের ফজিলাতুন্নেছা মুজিব প্রশিক্ষণ একাডেমী
- বিনা খরচে নারীদের প্রশিক্ষণ দেবে দিনাজপুরের মহিলা প্রশিক্ষণ কেন্দ্র
- বশেফমুবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
- গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর
- ঢাবিতে ৫ম বিরুনি আন্তর্জাতিক সম্মেলন ২০ জানুয়ারি
Submit Your Comments: