• Study in USA with University of Minnesota
  • Abudharr Ghifari College | Online Admission
  • Alltender
  • call for advertisement
কানাডিয়ান ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. শেখ মামুন খালেদ এস ইউতে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিঃ অধ্যক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের সুপারিশ লাভে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ড্যাফোডিল ফাউন্ডেশনের আয়োজনে ‘জীবিকা চাঁদপুর-৩ প্রকল্প’ উদ্বোধন ঢাকা চেম্বার আয়োজিত ‘শিল্প-শিক্ষাখাতের সমন্বয়; নতুন সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক ওয়েবিনার মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ওয়ার্কশপ কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম দ্বিতীয় দিনে চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর শুভ উদ্বোধন For Advertisement Call Us @ 09666 911 528 or 01911 640 084 শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা নিতে ও এডু আইকন ফোরামে যুক্ত হতে ক্লিক করুন Career Opportunity at Edu Icon: Apply Online চায়নায় স্নাতকোত্তর লেভেল এ সম্পূর্ণ বৃত্তিতে পড়াশুনা করতে যোগাযোগ করুন: ০১৬৮১-৩০০৪০০ | ০১৭১১১০৯ ভর্তি সংক্রান্ত আপডেট খবরাখবর এর নোটিফিকেশন পেতে ক্লিক করুন আবুজর গিফারী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির জন্য যোগাযোগ-০১৭১৯৪৮১৮১৮ All trademarks and logos are property of their respective owners. This site is not associated with any of the businesses listed, unless specifically noted.
  • PSL| Higher Study in India

দেশের এক লাখ তরুণ-তরুণীকে বিনামূল্যে চালক প্রশিক্ষণ দেবে সরকার

Online Desk | November 01, 2018 02:29:12 PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

আমাদের দৈনন্দিন জীবনে একজন দক্ষ চালকের প্রয়োজন অপরিসীম। শুধু দেশে নয় দেশের বাইরেও দক্ষ চালকের চাহিদা অনেক। একজন দক্ষ গাড়ি চালকের উপযুক্ত প্রশিক্ষণের অভাবে অদক্ষ ও আধাদক্ষ জনশক্তি প্রতিবছর দেশের বাইরে যাচ্ছে। এদের মধ্যে অনেকেরই নেই কোনো প্রাতিষ্ঠানিক সনদ কিংবা বিষয় ভিত্তিক প্রশিক্ষণ। এ কারণে বিদেশ গিয়ে তারা ভালো আয় করতে পারছে না। ফিরে আসছে শূন্য হাতে।

শুধু দক্ষতার অভাবেই আমাদের শ্রমশক্তি পার্শ্ববর্তী দেশগুলোর শ্রমিকদের তুলনায় প্রবাসের শ্রমবাজারে মার খাচ্ছে।

আমাদের শ্রমশক্তিকে বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াতে সরকার চালক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। সম্পূর্ণ বিনামূল্যে এবং ভাতাসহ এই প্রশিক্ষণ শেষে একটি সনদ প্রদান করা হবে। যা শুধু দেশে নয় দেশের বাইরেও চাকরির ক্ষেত্রে অভাবনীয় গুরুত্ব বহন করবে।

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট (এসইআইপি) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে দেশের প্রায় এক লাখ তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক হিসেবে গড়ে তোলা হবে।

এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ),বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) একসাথে কাজ করছে। আগামী পাঁচ বছর পর্যন্ত এ প্রকল্প পরিচালনা করা হবে।

ইতিমধ্যে রাজধানীতে দুটিসহ সারাদেশে ২০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৪১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ দেয়া হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://probashi.gov.bd/)।

এ প্রশিক্ষণের ক্ষেত্রে নারী ও অতিদরিদ্ররা অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষণের জন্য আগ্রহীদের ন্যূনতম যোগ্যতা নির্ধারন করা হয়েছে অষ্টম শ্রেণী বা সমমান পাস। বাংলাদেশের যেকোন স্থানের প্রার্থীরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

এক বছরে তিন সেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ পরিচালনা করা হবে। প্রতি সেশনের মেয়াদ ৪ মাস। প্রতি সেশনে শেষের পূর্বের পরবর্তী সেশনের জন্য পত্র-পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হবে। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকেও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য জানা যাবে।

এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের বেসিক মেইনটেইন্যান্সসহ মোটর ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ গাড়ি চালনার প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশে এবং দেশের বাইরে কাজের উপযোগী করে তোলা হবে। মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের কথা ভাবনায় রেখে আরবিতেও প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া অন্যান্য দেশের কথা মাথায় রেখে প্রার্থীদের ইংরেজীতেও প্রশিক্ষণ প্রদান করা হবে।
এমনভাবে গাড়ি চালনা শেখানো হবে যাতে তারা বিদেশে কাজের উপযোগী হয়ে ওঠতে পারে। বাংলাদেশের শ্রমবাজারের বেশিরভাগ মধ্যপ্রাচ্যকেন্দ্রিক, সেই বিবেচনায় গাড়িচালনার সঙ্গে শেখানো হবে আরবি ভাষা। অন্যান্য দেশের কথা মাথায় রেখে শেখানো হবে ইংরেজিও।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জনকে এ প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে তৈরি করা হয়েছে। ২০ জনের দলে বিভক্ত করে চার দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে প্রশিক্ষকদের। তারা আগামী পাঁচ বছর এক লাখ মানুষকে গাড়ি চালানোসহ প্রাত্যহিক জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। যাতে করে বেসিক বিষয়ে তাদের ধারণা থাকে। তাদের প্রশিক্ষণের গুণগত মান বজায় আছে কি না তা দেখভাল করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

প্রতি শনি থেকে বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই সেশনে এ প্রশিক্ষণ কার্যক্রম চালনো হবে।

অর্থ মন্ত্রণায়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্পের আওতায় দিনহারে ১০০টাকা করে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের থেকে পরীক্ষা গ্রহণ করা হবে। উত্তীর্ণদের সবাইকে সনদ প্রদান করা হবে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে সর্বপ্রথম শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের শিক্ষানবিস গাড়িচালকের সনদ দেয়া হবে। পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণ ও ড্রাইভিং লাইসেন্স দেয়ার কাজটি করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

এ প্রশিক্ষণ গ্রহণের জন্য বিজ্ঞপ্তি অনুসারে প্রাতিষ্ঠানিক ফর্মে আবেদন করতে হবে স্থানীয় প্রশিক্ষণকেন্দ্র বরাবর। কেন্দ্রীয়ভাবে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। পরে প্রার্থীদের ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। তবে কোনো কোনো কেন্দ্রে মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষাও নিতে পারে কর্তৃপক্ষ। এরপরে ভাইভার সময় দেখা হবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা, শেখার আগ্রহ, জ্ঞান ও বুদ্ধিমত্তা। এসকল পরীক্ষায় উত্তীর্ণদেরই প্রশিক্ষণ প্রদান করা হবে।

শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।

Account Benefit
বর্তমানে দেশের ২০টি কারিগরি প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬১টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে নিচের প্রশিক্ষণ কেন্দ্রগুলোয়।


বিআইএমটি-নারায়ণগঞ্জ। ফোন: ৭৬৬১১১৯, ০১৭১১৩৯২৩৬০

আইএমটি-বেড়িবাঁধ, চুনাঘাটা, ফরিদপুর সদর। ফোন: ০১৮১৬৮৮৩৮২১, ০১৭৮১১৭৩৪৩১

আইএমটি-চিতটি, বৈটপুর (দড়াটানা ব্রিজের পূর্ব পার্শ্বে), বাগেরহাট সদর। ফোন: ০১৭৮২৬১১৩৯০, ০১৯৫৯৮৫২৮৫৬

আইএমটি-মুলীবাড়ী, সয়দাবাদ, সিরাজগঞ্জ। ফোন: ০১৫৫২৪৩৫৬৭৭, ০১৭৮৯০২৯০৯৩

আইএমটি-টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ। ফোন: ০১৫৫৬৩০৫৮৩৫

আইএমটি-গাছতলা, ডাকাতিয়া নদী ব্রিজ, চাঁদপুর। ফোন: ০১৭৩১৯২৫৬০৫

বাংলাদেশ-কোরিয়া টিটিসি-দারুস সালাম, মিরপুর, ঢাকা। ফোন: ৯০০০১৮৪, ০১৫৫২৩৯৮৩৭৩

বাংলাদেশ-কোরিয়া টিটিসি-নাসিরাবাদ, চট্টগ্রাম। ফোন: ০১৭১১২৭৩৭০৮

টিটিসি-সপুরা, রাজশাহী। ফোন: ০১৮৪২৭১০৮৫৬, ০১৭৩৯৪৭৪৩৫৯

টিটিসি-কোটবাড়ী, কুমিল্লা। ফোন: ০১৭১১৫৮৫৮৩৫

টিটিসি-কলেজ গেইট, রাঙ্গামাটি। ফোন: ০১৮১৮৯৯৬৯৪৫

টিটিসি-তেলিগাতি, খুলনা। ফোন: ০১৭১০৪৯০৯৯৭

টিটিসি-মাসকান্দা, ময়মনসিংহ। ফোন: ০১৭১১৯৭৯৪১৭

টিটিসি-নিশিন্দারা, শান্তাহার রোড, বগুড়া। ফোন: ০১৭১৬৪০৭৫৭৮

টিটিসি-সিঅ্যান্ডবি রোড, বরিশাল। ফোন: ০১৭১৮৫৯৬৯১৯

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি-দারুস সালাম, মিরপুর, ঢাকা। ফোন: ০১৭১৫০২৯০৯৬

টিটিসি-খুলনা বাসস্ট্যান্ড সংলগ্ন, যশোর। ফোন: ০১৭১২২৮৪০৯২

টিটিসি-পটুয়াখালী সদর, পটুয়াখালী। ফোন: ০১১৯৯৪৭৩৫৬৩

টিটিসি-বিসিক রোড, কুষ্টিয়া। ফোন: ০১৭১৬২৮০০২২

টিটিসি-লক্ষ্মীনাথপুর, পাবনা। ফোন: ০১৭১৬২০৫৩৭২

টিটিসি-নগর জালফৈ, টাঙ্গাইল। ফোন: ০১৭১১৯৪৭৮৬০

টিটিসি-তালুক ধম্মদাস, রংপুর। ফোন: ০১৭১১৭৩১২৪৮

টিটিসি-বেলটিয়া, জামালপুর। ফোন: ০১৭১২৭৬৯৮৭১

টিটিসি-মাতা সাগর, শেখপুরা, দিনাজপুর। ফোন: ০১৭১২০৭০৫৬৩

টিটিসি-সিলেট। ফোন: ০১৭১১৯৮৬০১৯।

টিটিসি-গাবুয়া, নোয়াখালী। ফোন: ০১৮১২৫৯৭৯৮৪

টিটিসি-মেঘলা, বান্দরবান। ফোন: ০১৮৩২৮৪৮১৪৮

টিটিসি-লালমনিরহাট সদর। ফোন: ০১৭১৮২৫৪৭৭৩

টিটিসি-সদর, ঠাকুরগাঁও। ফোন: ০৫৬১৫৩৫৯৯, ০১৭১১৩৭৫৫৩৮

টিটিসি-চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। ফোন: ০৭৭৩২৫১০৪৯, ০১৭১৫১৫০৩৩৬

টিটিসি-গোলাবাড়ী, খাগড়াছড়ি। ফোন: ০৩৭১৬১৮৯৯, ০১৮১৯৯১১৩৬১

টিটিসি-মাসিমনগর, লক্ষ্মীপুর। ফোন: ০১৭১২৮০৬৭০৭

টিটিসি-শিবপুর, নরসিংদী। ফোন : ০১৭১০৮৩৪৮৮৫

টিটিসি-নলডাঙ্গা, নাটোর। ফোন : ০১৭১৪৭১৭০১২

মহিলা টিটিসি-তেলিগাতি, খুলনা। ফোন : ০১৭১২১৩৪৬৬৭

মহিলা টিটিসি-সপুরা, রাজশাহী। ফোন : ০১৭১২১১০২৭৪

মহিলা টিটিসি-আলমপুর, সিলেট। ফোন : ০১৭৭২০০৩৫৪৫

টিটিসি-আরপপুর (ক্যাডেট কলেজের পাশে), ঝিনাইদহ। ফোন : ০১৭১৬৫৯৯১৬২

টিটিসি-চিনাইর, ব্রাহ্মণবাড়িয়া সদর। ফোন : ০১৭৩০০৮৭৭২৩

শেরপুর টিটিসি-গণপদ্দী, নকলা, শেরপুর। ফোন : ০১৯২০৬৬০৫৭৬

টিটিসি-দর্শনা রোড, ভিমরুল্লা, চুয়াডাঙ্গা। ফোন : ০১৭১২৫৮৫৫৫৫

টিটিসি-ঢাকা-খুলনা মহাসড়ক, ঘোনাপাড়া, গোপালগঞ্জ। ফোন : ০১৭১৪৫৪৫৮৫১

টিটিসি-ডুমুরতলা, নড়াইল। ফোন : ০১৯১২৩৮৩০৯০

টিটিসি-বিকনা, ঝালকাঠি। ফোন : ১৫৫৩২৮৫৮৪১

টিটিসি-টেকনিক্যাল কলেজ মোড়, কুড়িগ্রাম সদর। ফোন : ০১৫৫৮৩৪৮৪১৫

টিটিসি-কুখাপাড়া, নীলফামারী। ফোন : ০১৭১৮৭৫৮৭৫৪

টিটিসি-আহ্লাদিপুর, রাজবাড়ী। ফোন : ০১৭১১৭৮০১১৪

টিটিসি-জয়নগর, বাংলাবাজার, ভোলা। ফোন : ০১৮১৬৯২০৪৩৪

টিটিসি-বাগানবাড়ী, মিরগর রোড, পঞ্চগড়। ফোন : ০১৭২৭৪৯৯১৭৮

টিটিসি-হানাইল, জয়পুরহাট। ফোন : ০১৭১৭০১৬৭৬৬

টিটিসি-বাইপাস, মুক্তারকাঠি, পিরোজপুর। ফোন : ০১৯২৭৮১৭১৩৬

টিটিসি-কাটাবাড়িয়া, কিশোরগঞ্জ। ফোন : ০১৮১৮৯৫৯৩৪২

টিটিসি-পশ্চিম বান্দুটিয়া, মানিকগঞ্জ। ফোন : ০১৭২৬০২০৪৫৪

টিটিসি-পুলিশ লাইন্স রোড, বরগুনা। ফোন : ০১৮৪৩৬৭৩২৪৫

টিটিসি-মাগুরা। ফোন : ০১৭১২৭৭৫৩৮৮

টিটিসি-খোলাহাটী, গাইবান্ধা সদর, গাইবান্ধা। ফোন : ০১৭১৮৬১৭৮৪৭

টিটিসি-বিনেরপোতা, সাতক্ষীরা। ফোন : ০১৭২০৫৮৬৫৭২।

টিটিসি-মৌলভীবাজার। ফোন : ০১৯৩০৮৪২০৭৪

টিটিসি-শরীয়তপুর। ফোন : ০১৭২০৬০৯৫৮০

টিটিসি-নওগাঁ। ফোন : ০১৭১৫২৯৪৭৭১

টিটিসি-নেত্রকোনা। ফোন : ০১৭১২৪৮৮০৩৯

টিটিসি, মেহেরপুর। ফোন : ০১৭১৮৪০৯১১২

টিটিসি, মাদারীপুর। ফোন : ০১৭১২০৮৮২২৯

Submit Your Comments:
  • call for advertisement
  • ADDRESSBAZAR | YELLOW PAGE
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement