ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪ মেধাবীকে বৃত্তি প্রদান

বৃত্তিপ্রাপ্তদের সাথে ভিসিস ও অন্যান্যরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪জন মেধাবী শিক্ষার্থী ‘আবুল হোসেন চৌধুরী ও বেগম সফুরা হোসেন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। গতকাল বুধবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, অনুরাধা বর্ধন ও ট্রাস্ট ফান্ডের দাতা সাহেদা হোসেন চৌধুরী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, আবুল হোসেন চৌধুরী ও বেগম সফুরা হোসেন সমাজকল্যাণমূলক কাজের অনুরাগী ছিলেন। তাঁদের জীবন দর্শনকে অনুসরণ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, এতে শিক্ষার্থীরা নিজেদের কর্ম জীবনে আরও সমৃদ্ধ হতে পারবে। নবীন প্রজন্মের শিক্ষার্থীরা সমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধনে উৎসাহিত হবে বলেও উপাচার্য আশা প্রকাশ করেন। উপাচার্য এই ট্রাস্ট ফান্ড দু’টি প্রতিষ্ঠার জন্য দাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitবেগম সফুরা হোসেন ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন: রকিব উদ্দীন ও জুলফিয়া ইয়াসমিন এবং আবুল হোসেন চৌধুরী ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন: রঞ্জন কুমার বিজয় ও মো. আতিকুর রহমান।
More detail about
Dhaka University
- আশা ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- জাবিতে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম
- সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটিতে সামার-২০১৮ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সেমিস্টার পরীক্ষা স্থগিত
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ এ ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাবির ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিস এ এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
- National Certificate Course-18 Offers by NHTTI
- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন শুরু
- চট্ট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩৯তম ব্যাচে ভর্তি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি
- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি চলছে
- জাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে
- জাবিতে অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রোগ্রামে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ২য় পর্যায়ে ভর্তির আবেদন চলছে
Submit Your Comments: