টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর সাথে ঢাবির সমঝোতা চুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়
জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর সাথে সমঝোতা চুক্তি সাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক হিরোতাকা তাতেশি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.শিশির ভট্টাচার্য্য, জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার প্রোগ্রামের টিচার ইনচার্জ ড. মোহাম্মদ আনছারুল আলম, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর অধ্যাপক ড. নানোরি কুসাকাবে এবং ঢাকাস্থ জাপানী প্রতিষ্ঠান ‘শাপলা নীড়’-এর তহবিল সংগ্রহ শাখার সমন্বয়কারী আয়াকো ইনোসে উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitচুক্তি স্বাক্ষরের আগে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর অধ্যাপক ড. নানোরি কুসাকাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর মধ্যে বাংলা ভাষা ও জাপানী ভাষা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
জাপানী অধ্যাপক জানান, ২০১২ সাল থেকে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এ বাংলায় অনার্স কোর্স চালু রয়েছে। চলমান এই বাংলা ভাষা কোর্সের উন্নয়নে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
More detail about
Dhaka University
- মাস্টার্স ও পিএইচডি অধ্যায়নে প্রধানমন্ত্রী ফেলোশীপ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- A training course on Science Communication offer by IEDCR
- Admission Announcement on GIS Training at DU, Batch-18
- স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১৬ মার্চ
- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি
- জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৪ ফেব্রুয়ারি
- বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রশিক্ষণ কোর্সে ভর্তি
- তিন ব্যাংকের সমন্বিত অফিসার ক্যাশ পদের নিয়োগে মৌখিক পরীক্ষা ১৭ ফেব্রুয়ারী
- ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল পরীক্ষার সময় পরিবর্তন
- এসএসসি'র আইসিটি পরীক্ষা পেছালো
- ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু বৃহস্পতিবার
- দুবাইয়ে আন্তর্জাতিক হিফয্ প্রতিযোগিতার জন্য বাংলাদেশী নিকট আবেদনের আহ্বান
- IML, JnU offers 4 month long certificate course
- তৃতীয় বাংলাবিদ প্রতিযোগিতার নিবন্ধন শুরু
- IML, DU offers junior certificate and elementary courses'19
Submit Your Comments: