
174 Nabinbag, Gopalganj-8100
Phone: 02-6682257, 01750154446, , Fax: 02-6682173
Email Us , Visit Website
First Year Honours, G Unit, Session: 2017-18
(ক) ২০১৩, ২০১৪, ও ২০১৫ সালের এসএসসি/সমমান এবং ২০১৬ ও ২০১৭ সালের এইচএসসি/সমমান এবং O-লেভেল ও A-লেভেল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
(খ) A ইউনিটে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে (তবে এসএসসি/এইচএসসি প্রতেকটিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে)।
(গ) অন্যান্য ইউনিটের ক্ষেত্রে-
(1) বিজ্ঞান বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
(2) মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.০ থাকতে হবে।
(ঘ) O-লেভেল ও A-লেভেল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের O-লেভেলে ৩টি বিষয়ে এবং A-লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।
(ঙ)ভর্তি পরীক্ষা ইউনিট পদ্বতিতে অনুষ্ঠিত হাবে । আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা প্রযোজ্য হবে।
End Date: 2nd November, 2017
Admission Test: 11th November, 2017
More Info: Click here
Know More About This Institute
ক) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদনের ফরম অনলাইনে এবং SMS এর মাধ্যমে পূরণ করা যাবে।
online আবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ww.bsmrstu.edu.bd/admission) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
উক্ত ফরমটি যথাযথভাবে পূরণ করা হলেই আবেদনকারীর জন্য একটি বিল নম্বর ((Bill Number) তৈরী হবে, যেটি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি বা সফ্ট কপি (JPG ফরম্যাট) আপলোড করে দিতে হবে। O লেভেল, A লেভেল এবং DIBS এর আবেদনকারীকে মার্কসীট আপলোড করে বিল নম্বর ((Bill Number) সংগ্রহ করতে হবে।
SMS এর মাধ্যমে আবেদন
SMS এর মাধ্যমে আবেদনের জন্য আবেদনকারীর নিজস্ব মোবাইল (যে কোন অপারেটরের) ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে MMS <স্পেস> BSMRSTU <স্পেস> SSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> SSC পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর <স্পেস> SSC পাশের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর <স্পেস> HSC পাশের সাল <স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> ইউনিটের নাম <স্পেস> কাঙ্খিত কোটার কীওয়ার্ড লিখে (কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে) ৬৯৬৯ নম্বরে SMS করতে হবে। তবে কোটায় আবেদন না করলে কোন কীওয়ার্ড লিখার প্রয়োজন নাই।
সঠিক আবেদনকারীর ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে SMS এর মাধ্যমে উক্ত মোবাইলে একটি বিল নম্বর (Bill Number) প্রদান করা হবে, যেটি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করার সময় প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি বা সফ্ট কপি (JPG ফরম্যাট) আপলোড করে দিতে হবে।
আবেদন ফি প্রদানের নিয়মাবলীঃ
ডাচ-বাংলা ব্যাংকের (DBBL) যে কোন মোবাইল ব্যাংকিং একাউন্ট বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Biller ID 372 নং এ আবেদন ফি বাবদ প্রতিটি ইউনিটের জন্য ৮০০/- (আটশত) টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে, Paymen System এ যখন Bill Number প্রদান করতে বলবে, তখন PIN টিকেই Bill Number হিসাবে ব্যবহার করতে হবে। | Paymen প্রদানের আরো বিস্তারিত নিয়মাবলী Flow-Char আকারে ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd/admission) পাওয়া যাবে।
চ) Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তৎক্ষণাত একটি SMS আসবে, যার মধ্যে TxnId (Transaction ID )উল্লেখ থাকবে। | TxnId টিও সংরক্ষণ করতে হবে। Payment প্রদানে কোন সমস্যা হলে তা সমাধানের জন্য PIN ও TxnId উল্লেখ করে admission@bsmrstu.edu.bd এ যোগাযোগ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
(ক) মুদ্ধিযোদ্ধা কোটায় ৫%,প্রতিবন্ধী কোটায় ১%, পোষ্য কাটায় ১%, এবং উপজাতি কোটায় ১% করে শিক্ষাথী ভতি করা হবে।
(খ)A ইউনিটে ভতি শিক্ষার্থীদের এইচ এস সি তে গণিত ও পদাথবিজ্ঞানে ন্যূনতম ৪.০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
(গ)B ইউনিটভুক্ত গনিত/পরিসখ্যানে ভতিচ্ছুশিক্ষার্থীদের এইচ এস সি তে গণিত/পরিসখ্যানে বিষয়ে ন্যূনতম ৩.০০ ও এ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বিভাগে ভতিচ্ছুশিক্ষার্থীদের এইচএসসি তে রসায়নে ন্যূনতম ৩.০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
(ঘ)অর্থনীতি বিভাগে ভতিচ্ছুশিক্ষার্থীদের এইচ এস সি তে অথনীতি/গণিত/পরিসংখক্টানে ন্যূনতম ৩.০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
(ঙ)D-ইউনিটভূক্ত ইংরেজি বিভাগে ভর্তি ক্ষেত্র ভর্তি পরীক্ষা ইংরেজিতে কমপক্ষে ১৬ এবং বাংলায় ভর্তি ক্ষেত্র ভর্তি পরীক্ষা বাংলায় কমপক্ষে ১৬ নম্বর পেতে হবে।
(চ)ভর্তি পরীক্ষা মোট নম্বর ৮০ এবং পাশ নম্বর ৩২।এছাড়া SSCও HSC পরীক্ষা ফলাফলের উপর ১০+১০ = ২০ নম্বর থাকবে।
(ছ) ভতি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে।
Important Dates | |
Application Start | |
Application End | |
Submission Start | |
Submission End | |
Admission Test | |
Exam Time | 02:00 PM |
- নর্দান ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলার সময় বাড়লো
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ২৬ এপ্রিল
- আশা ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- জাবিতে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম
- সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটিতে সামার-২০১৮ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সেমিস্টার পরীক্ষা স্থগিত
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ এ ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাবির ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিস এ এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
- National Certificate Course-18 Offers by NHTTI
- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন শুরু
- চট্ট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩৯তম ব্যাচে ভর্তি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি
- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি চলছে