
Khulna-9208
Phone: 041-721791, 041-720171-3, , Fax: 041-731244
Email Us , Visit Website
First Year Honours, School of Social Science, Session: 2017-18
আবেদন পত্রের মূল্য ৬০০/- টাকা।
ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০১৬ ও ২০১৭ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
গ) প্রাথীকে এসএসসি/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5.00 এর স্কেলে নূন্যতম জিপিএ 4.25 (চতুর্থ বিষয় সহ) এবং ২০১৬-২০১৭ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ 4.25 পেতে হবে (চতুর্থ বিষয় সহ)।
এসএসসি+এইচএসসি তে 8.50 এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে আবেদনকারীর সর্বনিম্ন জিপিএ 3.00 থাকতে হবে।
ঘ) GCE "O" Level এবং "A" -Level এ উত্তীর্ণ প্রার্থীদের "O"-Level এবং "A"-Level পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ের মধ্যে ইংরেজিসহ তিনটিতে B গ্রেড এবং দুইটিতে C গ্রেড পেয়ে পাশ করতে হবে।
(ঘ) আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা/নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) -এর ভর্তি বিজ্ঞপ্তিতে সংশিষ্ট স্কুল/ইনস্টিটিউট এর অপশনে পাওয়া যাবে।
(ঙ) আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রাপ্ত মোট এচঅ-এর ভিত্তিতে স্কুল/ ইনস্টিটিউটে মেধাক্রম অনুযায়ী যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে, যার প্রথম ৭,০০০ (ছয় হাজার) জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে ৭,০০০ (ছয় হাজার) তম প্রার্থীর সমযোগ্যতা সম্পন্ন সকলেই (যদি থাকে) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
End Date: 9th October, 2017
Admission Test: 11th November, 2017
More Info: Click here
Know More About This Institute
আবেদন করার নিয়মাবলী:
DBBL মোবাইল ব্যাংকিং একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে:
১) অন-লাইনে ku.cloudonebd.com এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করুন এবং প্রাপ্তর্ Application ID টি সংরক্ষণ করুন।
২) ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে *৩২২# ডায়াল করুন।
৩) মেনু থেকে ১ সিলেক্ট করে পেমেন্ট অপশন অনুসরণ করুন।
৪) আবার ১ সিলেক্ট করে বিল পেমেন্ট অপশনে যান।
৫)খুলানা বিশ্ববিদ্যালয় বিলার আইডি হিসাবে ২১১ টাইপ করুন।
৬)আপনার নির্ধারিত Application ID নম্বর টাইপ করুন
৭)বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি(টাকা অংক)প্রদান করুন।
৮) আপনার মোবাইল এ্যাকাউন্টের নির্ধারিত পিন প্রদান করুন।
৯)সফল পেমেন্ট্র এস এম এস হতে টি এক্সএন(Transaction ID) আইডিটি সংরক্ষণ করুন।
১০) ku.cloudonebd.com ওয়েব সাইটে গিয়ে পেমেন্ট অপশনে আপনার Application ID ( ১ এ প্রাপ্ত) এবং Transaction ID দিয়ে Submit করুন।
Important Dates | |
Application Start | |
Application End | |
Submission Start | |
Submission End | |
Admission Test | |
Exam Time | 12:00 PM- 1:30 PM |
- আশা ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- জাবিতে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম
- সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটিতে সামার-২০১৮ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সেমিস্টার পরীক্ষা স্থগিত
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ এ ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাবির ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিস এ এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
- National Certificate Course-18 Offers by NHTTI
- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন শুরু
- চট্ট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩৯তম ব্যাচে ভর্তি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি
- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি চলছে
- জাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে
- জাবিতে অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রোগ্রামে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ২য় পর্যায়ে ভর্তির আবেদন চলছে