• Study in USA with University of Minnesota
  • Abudharr Ghifari College | Online Admission
  • Alltender
  • call for advertisement
কানাডিয়ান ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. শেখ মামুন খালেদ এস ইউতে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিঃ অধ্যক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের সুপারিশ লাভে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ড্যাফোডিল ফাউন্ডেশনের আয়োজনে ‘জীবিকা চাঁদপুর-৩ প্রকল্প’ উদ্বোধন ঢাকা চেম্বার আয়োজিত ‘শিল্প-শিক্ষাখাতের সমন্বয়; নতুন সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক ওয়েবিনার মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ওয়ার্কশপ কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম দ্বিতীয় দিনে চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর শুভ উদ্বোধন For Advertisement Call Us @ 09666 911 528 or 01911 640 084 শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা নিতে ও এডু আইকন ফোরামে যুক্ত হতে ক্লিক করুন Career Opportunity at Edu Icon: Apply Online চায়নায় স্নাতকোত্তর লেভেল এ সম্পূর্ণ বৃত্তিতে পড়াশুনা করতে যোগাযোগ করুন: ০১৬৮১-৩০০৪০০ | ০১৭১১১০৯ ভর্তি সংক্রান্ত আপডেট খবরাখবর এর নোটিফিকেশন পেতে ক্লিক করুন আবুজর গিফারী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির জন্য যোগাযোগ-০১৭১৯৪৮১৮১৮ All trademarks and logos are property of their respective owners. This site is not associated with any of the businesses listed, unless specifically noted.
  • PSL| Higher Study in India
Jagannath University
9-10, Chittaranjan Avenue, Dhaka-1100
Phone: 02-7119731, , Fax: 02-7113752
, Visit Website
Admission Circular
First Year Honours, E Unit, Session: 2017-18
Admission Requirements

যে সকল শিক্ষার্থী ২০১৪ বা ২০১৫ সালে এসএসসি/সমমান এবং ২০১৭ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
A ইউনিটের জন্য ন্যূনতম ৮.৫ জিপিএ, B ইউনিটের জন্য ৮.০ জিপিএ (তবে কোনো পরীক্ষায় ৩.৫ এর নিচে নয়) C ইউনিটের জন্য ৮.৫ জিপিএ, D ইউনিটের জন্য (এ, বি ও সি ইউনিটের) যোগ্যতা থাকতে হবে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম এ- (A-) থাকতে হবে এবং E ইউনিটের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে হলে কোনো ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে না।
উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
একজন শিক্ষার্থী (শর্ত পূরণ সাপেক্ষে) সকল ইউনিটে পৃথকভাবে আবেদন করতে পারবে। সকল ইউনিটে বিভাগ/শাখা ভিত্তিক (কলা, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান ও অন্যান্য) আসন বন্টনের বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
সকল ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ৩টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৭ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণ।
৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(বাউবি), ইংলিশ মিডিয়াম অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ০৮/০৮/২০১৭ থেকে ৩১/০৮/২০১৭ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত অগ্রণী ব্যাংক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় ভর্তি পরীক্ষার ফি বাবদ A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫/-টাকা এবং E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬/-টাকা জমা দিয়ে সভাপতি, সংশ্লিষ্ট ইউনিট বরাবরে আবেদন করতে হবে। আবেদনের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, ট্রান্সক্রিপ্ট/গ্রেডশীট, প্রশংসাপত্র এবং সনদপত্রের প্রত্যেকটির একটি করে অনুলিপি জমা দিয়ে সংশ্লিষ্ট ইউনিট সভাপতির নিকট থেকে ম্যানুয়ালী প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।

Account Benefit

Subjects Under E Unit
Drama & Music, Fine Arts & Graphics,
Important Info
Start Date: 8th August, 2017
End Date: 31st August, 2017
Admission Test: 16th September, 2017
More Info: Click here
Know More About This Institute
Apply Procedure

ক)ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীকে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (admission.jnu.ac.bd) login করতে হবে। আবেদনের যোগ্য কিনা তা যাচাই করার জন্য ওয়েবসাইটে প্রদর্শিত ওয়েব পেইজে নির্ধারিত তথ্য (এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাশের সন, বোর্ড) দিতে হবে। সঠিকভাবে Input দেয়ার পরে Submit বাটন ক্লিক করতে হবে। ভর্তির আবেদনের জন্য যোগ্য বিবেচিত হলে টাকা জমা দেয়ার জন্য আবেদনকারীকে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। মোবাইল ফোন নম্বর দেয়ার পর Submit বাটনে ক্লিক করলে একটি Payment ID Number পাওয়া যাবে। যেমন: পেমেন্ট আইডি xxxxxxxxx
খ) উক্ত পেমেন্ট আইডি নম্বর ব্যবহার করে bkash, Surecash ও DBBL মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি বাবদ আবেদনকারীকে A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫/-টাকা এবং E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬/-টাকা দিতে হবে।

bKash Pyment

বিকাশ একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে:
(1) Dial *274#
(2)Payment এর জন্য 3 press করতে হবে
(3)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Merchant Account নম্বর 01994555666 এন্টার করতে হবে।
(4)আবেদনকারীকে A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫/-টাকা এবং E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬/-টাকা দিতে হবে।
(5)অনলাইন হতে প্রাপ্ত payment ID Number টি রেফারেন্স ফিল্ড এ Input দিতে হবে।
(6) Counter Number-এ 1 press করতে হবে
(7)অতঃপর bKash একাউন্ট এর গোপন PIN Number টি এন্টার করতে হবে।এরপর Payment Successful হলে একটি Payment Confirmation মেসেজ পাওয়া যাবে যা ভবিষ্যত প্রয়োজনে সংরক্ষণ করতে হবে।
bKash হেল্প লাইন নম্বর 16247

Sure Cash Payment

SureCash একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে:
(1) Dail *257#
(2) Payment এর জন্য 2 press করতে হবে।
(3) Payment Keyword এর জন্য JNU লিখতে হবে।
(4)অনলাইন হতে প্রাপ্ত Payment ID Number দিতে হবে।
(5) Sure Cash একাউন্ট এর চার সংখ্যার গোপন PIN Number Input দিতে হবে (এক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর Sure Cash Account এ A,B, C ও D ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫/-টাকা এবং
E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬/-টাকা ব্যালেন্স থাকতে হবে)।
উক্ত প্রক্রিয়া সঠিক হলে একটি Successful মেসেজ পাওয়া যাবে যা ভবিষ্যত প্রয়োজনে সংরক্ষণ করতে হবে।
Sure Cash হেল্প লাইন নম্বর 09606060607 (রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত)

DBBL Payment

DBBL মোবাইল ব্যাংকিং একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে:
(১) Dail*322#
(2) Payment এর জন্য 1 press করতে হবে।
(3) মেসেজ এ 1 press করতে হবে।
(4) Biller ID ফিল্ডে 399 টাইপ করতে হবে।
(5) Answer প্রেস করে Bill Number ফিল্ডে Payment ID Number দিতে হবে।
(6)Answer প্রেস করে Amount ফিল্ডে আবেদনকারীকে A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য ৫০০/-টাকা এবং E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি সহ ৬০০/-টাকা দিতে হবে।(এক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর DBBL মোবাইল ব্যাংকিং Account এ A,B, C ও D ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫/-টাকা এবং E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬/- টাকা ব্যালেন্স থাকতে হবে।
(7)Answer প্রেস করে DBBL মোবাইল ব্যাংকিং একাউন্ট-এ চার সংখ্যার গোপন PIN Number দিতে হবে।
(8) উক্ত প্রক্রিয়া Successful হলে 16216 নম্বর sথেকে একটি Payment Confirmation মেসেজ পাওয়া যাবে যা ভবিষ্যত প্রয়োজনে সংরক্ষণ করতে হবে।
DBBL মোবাইল ব্যাংকিং হেল্প লাইন নম্বর 16216
গ) টাকা প্রদানের পর আবেদনকারীকে JnU Admission website (admission.jnu.ac.bd) এ login করতে হবে।
ঘ) Login করার পর আবেদনকারীকে অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে। Web Page এ প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আবেদনকারীর প্রদত্ত ‘বিষয় পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
ঙ)অতঃপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল সর্বোচ্চ ১৫০ kb ফরম্যাট JPG) এবং স্বাক্ষর (৩০০x৮০পিক্সেল) Upload করতে হবে।
চ) কোটায় ভর্তিচ্ছুদের ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলী: কোটাভুক্ত হওয়ার জন্য নির্ধারিত তথ্য আপলোড (Upload)করতে হবে, যেমন:-মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ)/মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা (FFG)/ পোষ্য(WQ)/উপজাতি কোটা (TQ)/ শারীরিক প্রতিবন্ধী কোটা (PDQ)/খেলোয়াড় কোটা (BKSP) উল্লেখ করতে হবে।
ছ)পুরণকৃত ফরমে যে তথ্য দেয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে। মনে রাখতে হবে Final Submit Button এ Click করার পর পূরণকৃত ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে।

Important Dates
Application Start
Application End
Submission Start
Submission End
Admit Card Collection
Admission Test
Exam Time 3:00 PM - 4:00 PM
  • call for advertisement
  • ADDRESSBAZAR | YELLOW PAGE
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement