
Ramna, Dhaka - 1000
Phone: 02-8618383, 02-8615177, , Fax: 02-9667222
Email Us , Visit Website
First Year Honours, Gha Unit, Session: 2017-18
ঘ-ইউনিট
২০১২ সন থেকে ২০১৫ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৭ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যায়ে বিভিন্ন ইউনিটে ভর্তি জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে কেবল তারাই ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
<
মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/IGCSE/O Level এবং IAL/GCE A Level বা সমতুল্য শাখায় ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে।
এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ/ইনস্টিটিউট-এ ভর্তি জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে প্রদত্ত ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে।
মানবিক শাখার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাসবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল নূন্যতম ৭.০ আছে তারা ভর্তি জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল নূন্যতম ৮.০ আছে তারা ভর্তি জন্য আবেদন করতে পারবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল নূন্যতম ৭.৫ আছে তারা ভর্তি জন্য আবেদন করতে পারবে।
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা কোন বিষয় বি গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) এর নিচে আবেদন গ্রহনযোগ্য হবে না। এই ইউনিটের আওতায় যে বিষয় ভর্তি ইচ্ছুক সে- বিষয় অথবা ঐ বিষয়ে অথবা ঐ বিষয়ের সঙ্গে সম্বন্ধযুক্ত অনুমোদিত বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড/ গ্রেড পয়েন্ট প্রাপ্তির শর্তাদি এবং ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি নির্দিশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে।
End Date: 29th August, 2017
Admission Test: 20th October, 2017
Helpline: 9661900-73, Ext- 4355
More Info: Click here
Know More About This Institute
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়:
১. আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) এর মাধ্যমে করতে হবে। এই সাইটে আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নোটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবে। যে কোন ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ও ওয়েবসাইট নির্দেশিকা ভাল করে পড়ে নিন। এছাড়াও প্রতি পেইজের উপরে হলুদ বক্সের নির্দেশনাবলী পড়ে নিন।
২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ০৭ আগষ্ট ২০১৭ অপরাহ্ন ০২:০০ টা হতে ২৯ আগষ্ট ২০১৭ রাত ১০:০০ টা পর্যন্ত করা যাবে।
৩. যেকোন ইউনিট এ ভর্তির আবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট এর 'আবেদন/লগইন' বার্টনে ক্লিক করতে হবে।
৪. 'আবেদন/লগইন' বার্টনে ক্লিক করার পর 'আবেদন/লগইন' এর তথ্যের পেইজে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রোল নম্বর প্রদান করে 'অগ্রসর হোন' বার্টনে ক্লিক করুন এবং পরবর্তী পেইজে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী এবং আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখেন তা দেখা গেলে 'নিশ্চিত করছি' বার্টন-এ ক্লিক করতে হবে।
৫. আবেদনকারী ইতোমধ্যে কোন ইউনিটে আবেদন না করে থাকলে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীর নির্দিষ্ট ফরমাটের একটি মার্জিত ছবি, ব্যক্তিগত মোবাইল নম্বর ও কোটার তথ্য চাওয়া হবে। তবে যে কোন ইউনিটে ইতিমধ্যে আবেদন করে থাকলে তথ্যগুলো পুনরায় দিতে হবে না। শুধুমাত্র বিকেএসপি হতে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবে।
৬. ছবি এবং অন্যান্য তথ্যাবলী দেয়া হলে পরবর্তী পেইজে সেগুলো নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করার জন্য আবেদনকারীকে যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে একটি এসএমএস ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। এসএমএস-টির ফরমাট আবেদনকারী সেই পেইজে দেখতে পাবে। এসএমএস-টি পাঠানো হলে ফিরতি এসএমএস-এ আবেদনকারী ৭ (সাত) অক্ষরের একটি কনফারমেশন কোড পাবে। এই কনফারমেশন কোডটি আবেদনকারী পেইজের নির্ধারিত স্থানে দেয়ার পর 'নিশ্চিত করছি' বাটনে ক্লিক করতে হবে।
৭. সঠিক কনফারমেশন কোড দেয়া হলে আবেদনের মূল পাতা (সকল ইউনিটের জন্য প্রযোজ্য) দেখা যাবে। এই পেইজের মাধ্যমে আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখেন সে সকল ইউনিটে আবেদন করে টাকা জমার রশিদ সংগ্রহ করতে পারবে। এই পাতায় উল্লিখিত ইউনিট সমূহের যেকোনটিতে আবেদন করার জন্য ইউনিটের পাশের 'আবেদন' বাটনে ক্লিক করতে হবে। 'আবেদন' বাটনে ক্লিক করার পর উক্ত ইউনিটের 'আবেদন' বাটনটির স্থানে একটি সবুজ রঙের টিক চিহৃ দেখা যাবে এবং সেই ইউনিটের টাকা জমার রশিদ (পেমেন্ট শ্লপি) এর ডাউনলোডের লিঙ্ক পাওয়া যাবে। এছাড়া পরবর্তীতে এই পেইজ থেকে আবেদনকারী তার আবেদনকৃত সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, আসন বিন্যাস, ফলাফল ইত্যাদি জানতে পারবে।
৮. উপরোক্ত পেইজ থেকে যে ইউনিটের টাকা জমার রশিদ (পেমেন্ট শ্লপি) সংগ্রহ করতে ইচ্ছুক সেই ইউনিটের টাকা জমার রশিদ (পেমেন্ট শ্লপি) ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে রশিদটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। পেমেন্ট শ্লিপটির দুইটি অংশ থাকবে; উপরেরটি আবেদনকারীর অংশ এবং নিচেরটি ব্যাংকের অংশ।
সাধারন নিয়মাবলীঃ
১. IGCSE/O Level এবং IAL/GCE A Level প্রাথীদের ক্ষেত্রে: ২০১২ সন থেকে ২০১৫ সন পর্যন্ত IGCSE/O Level পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১৭ সনের ফল প্রকাশিত IAL/GCE A Level পরীক্ষায় অন্তত ২টি বিষয় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের IGCSE/O Level এবং IAL/GCE A Level মোট ৭টি বিষয়ের মধ্যে যথাক্রমে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড, ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড থাকতে হবে।
২. সমমান বিদেশি সার্টিফিকেট/ডিপ্লোমাধারী প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবে।এছাড়াও সকল প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
Important Dates | |
Application Start | |
Application End | |
Submission Start | |
Submission End | |
Admit Card Collection | |
Admission Test | |
Exam Time | 10:00 AM - 11:00 AM |
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ২৬ এপ্রিল
- আশা ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- জাবিতে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম
- সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটিতে সামার-২০১৮ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সেমিস্টার পরীক্ষা স্থগিত
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ এ ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাবির ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিস এ এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
- National Certificate Course-18 Offers by NHTTI
- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন শুরু
- চট্ট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩৯তম ব্যাচে ভর্তি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি
- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি চলছে
- জাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে